সংবাদদাতা, দিনহাটা: বুধবার দিনহাটা শহরের চওড়াহাট বাজারের জঞ্জালে আগুন দিতেই তা থেকে বিকট শব্দে বিস্ফোরণ হয়। আগুনের ফুলকি ছিটকে গিয়ে পড়ে পার্শ্ববর্তী একাধিক দোকানে। ‘পেটো’ ফেটেছে সন্দেহ আতঙ্ক তৈরি হয় ব্যবসায়ীদের মধ্যে। ভরা বাজারে বিস্ফোরণের খবর পেয়ে হাজির হয় পুলিশও। তদন্তে উঠে আসে বিয়েবাড়িতে ফাটানো পটকা পরিত্যক্ত অবস্থায় বর্জ্যের মধ্যে ছিল। সেটিই ফেটেছে বলে জানান তদন্তে আসা পুলিশ অফিসাররা।
প্রতিদিনের মতো বুধবার সকালেও চওড়াহাট বাজারের কাপড়পট্টিতে জঞ্জাল জমা করে একদিকে রাখা হয়। সকাল ৯টা নাগাদ সেই জঞ্জালে আগুন লাগানো হয়। আচমকা সেখান থেকে বিকট শব্দ হয়। আগুন ছিটকে আসে চারিদিকে। আচমকাই বিস্ফোরণের শব্দে ঘাবড়ে যান ব্যবসায়ীরা। পার্শ্ববর্তী বেশ কয়েকটি কাপড়ের দোকানে আগুনের ফুলকি চলে আসায় আতঙ্ক ছড়ায়। দ্রুত সেগুলি নিভিয়ে ফেলেন ব্যবসায়ীরাই। বিশাল কোনও ক্ষয়ক্ষতি না হলেও বোমা ফাটার আতঙ্ক ছড়িয়ে পড়ে ব্যবসায়ীদের মধ্যে।
খবর পেয়ে ঘটনাস্থলে আসেন দিনহাটা থানার টাউনবাবু আশরাফ আলি সহ পুলিশের টিম। স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে তাঁরা কথা বলে তদন্ত শুরু করেন। সেই সময় বাজির একটি বাক্স উদ্ধার হয়। আধা পোড়া সেই বাক্স থেকেই ছিটকে গিয়েছিল আগুনের ফুলকি। তাই এখন থেকে জমিয়ে রাখা বর্জ্যে আগুন না দেওয়ার জন্য ব্যবসায়ীদের পুলিশের পক্ষ থেকে
বলা হয়েছে।
কাপড় ব্যবসায়ী সমর আচার্যী বলেন, প্রতিদিনের মতো এদিনও সকালে জঞ্জালে আগুন দেওয়া হয়। সেই সময় হঠাৎ বোমা ফাটার শব্দ পাই। বিকট শব্দে আগুনের ফুলকি আমার কাপড়ের দোকানে এসে পড়ে। দ্রুত সেগুলিকে নিভিয়ে ফেলি। সবজি বিক্রেতা অসিত সাহা বলেন, সবজি বিক্রি করার সময়ই ওই বিস্ফোরণের আওয়াজ পাই। ক্রেতাদের মধ্যে হইচই পড়ে যায়। কোচবিহারের পুলিশ সুপার সন্দীপ কাররা জানিয়েছেন, ওটা পটকা ছিল। তবুও পুলিশ তদন্ত করছে।