• জাতীয় সড়কের পাশ থেকে মিলল বস্তাভর্তি ভোটার কার্ড
    বর্তমান | ১১ ডিসেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: জাতীয় সড়কের ধার থেকে উদ্ধার ভিন রাজ্য সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার প্রচুর ভোটার কার্ড। আজ বৃহস্পতিবার জেলায় আসছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সকালে ১২ নম্বর জাতীয় সড়কের ফুলিয়া উদয়পুর সংলগ্ন দোহারপাড়ায় কৃষ্ণনগরমুখী লেনের জাতীয় সড়কের ধার থেকে উদ্ধার হয় বস্তা ভর্তি ভোটার কার্ডগুলি। খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ এসে সেগুলি নিয়ে যায়। 

    স্থানীয় সূত্র এবং প্রত্যক্ষদর্শীদের মতে, পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা, নদীয়া জেলার একাধিক ঠিকানার ভোটার কার্ড পড়েছিল। পাশাপাশি ত্রিপুরারও বহু ভোটার কার্ড ছিল সেখানে। যার মধ্যে অধিকাংশ উত্তর ত্রিপুরা জেলার। এদিন সকালে জাতীয় সড়কের ধারে চা খেতে এসে কার্ডগুলি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। কেউ কেউ অবশ্য অনেকদিন ধরেই পড়ে থাকতে দেখছেন বলে দাবি করেন। তাঁরাই খবর দিলে ঘটনাস্থলে এসে পৌঁছয় শান্তিপুর থানার পুলিশ। রাস্তার ধার থেকে তারা ভোটার কার্ডগুলি নিয়ে যায়। স্পেশাল ইনটেনসিভ রিভিশন চলাকালীন এত ভোটার কার্ড উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় এলাকায়। বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দা তথা প্রত্যক্ষদর্শী অসীম বিশ্বাস বলেন, আমরা প্রত্যেক দিন এখানে চা খেতে আসি। গত পাঁচ-ছ’ দিন ধরে কার্ডগুলোকে এখানে পড়ে থাকতে দেখছি। কী ব্যাপার তা জানি না। হঠাৎ করে বুধবার সকালবেলা শান্তিপুর থানার একটি গাড়ি আসে। তারপর কার্ডগুলি সেখান থেকে তুলে নিয়ে যায়। আরেক প্রত্যক্ষদর্শী সমীরণ বিশ্বাস বলেন, এক বস্তার বেশি কার্ড হবে। বেশ কয়েকদিন ধরে পড়েছিল। পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরার ভোটার কার্ড। কীভাবে সেগুলো এল জানি না। যেখানে পড়েছিল সেখানে সাধারণত নোংরা আবর্জনা লোকে ফেলে যায়। সময়ে সময়ে আগুন ধরিয়ে আবর্জনা পুড়িয়ে দেওয়া হয়। সেই গাদার মধ্যেই পড়েছিল এক বস্তা কার্ড। বিষয়টি নিয়ে বিজেপি নেতা চঞ্চল চক্রবর্তী বলেন, এই ভোটার কার্ডগুলোই তো সেই অস্ত্র, যেগুলিকে ব্যবহার করে ভুয়ো ভোট দেয়া হয়। এই কার্ডগুলি রোহিঙ্গাদের ভোটার কার্ড। পাল্টা শান্তিপুরের তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী বলেন, বিজেপি এখন পরাজয়ের দিন গুনছে। তাই সবকিছুতেই সর্ষে ফুলের মতন চোখে রোহিঙ্গা দেখছে। বিজেপি শাসিত ত্রিপুরা রাজ্যেরও তো ভোটার কার্ড পাওয়া গিয়েছে। সেটা মনে হয় ওঁরা চোখে ঠুলি পরে দেখছিলেন। 

    এদিকে, তদন্তকারীরা জানিয়েছেন, কীভাবে এত সংখ্যক ভোটার কার্ড সেখানে এল, তা এখনও স্পষ্ট নয়। কার্ডগুলি পরীক্ষার জন্য সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে কথা বলা হচ্ছে। তদন্ত চলছে।
  • Link to this news (বর্তমান)