নতুন-পুরনো সমন্বয়ে ওয়ার্ড ও শহর কমিটি, বিষ্ণুপুরে সংগঠন চাঙ্গা করতে সিদ্ধান্ত তৃণমূল নেতৃত্বের
বর্তমান | ১১ ডিসেম্বর ২০২৫
সংবাদদাতা, বিষ্ণুপুর: কারও প্রিয়, অপ্রিয় নয়। বিষ্ণুপুরে তৃণমূলের প্রতিটি ওয়ার্ড কমিটিকে চাঙ্গা করতে নতুনদের সঙ্গে পুরনো কর্মীদেরও ঠাঁই দেওয়া হচ্ছে। একই রকমভাবে শহর কমিটিতেও অনেক নতুন মুখ দেখা যাবে।
দলীয় সূত্রে জানা গিয়েছে, বিধানসভা ভোটকে লক্ষ্যে রেখে শহরের প্রতিটি ওয়ার্ড কমিটির পাশাপাশি দলের শাখা সংগঠনগুলিকেও ঢেলে সাজানো হবে। তার জন্য তালিকা প্রস্তুত হচ্ছে। দলের সবুজ সংকেত আসার পরেই কিছুদিনের মধ্যেই তা ঘোষণা করা হবে। বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ বলেন, দলনেত্রী এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সাফ নির্দেশ দিয়েছেন, কারও প্রিয়, অপ্রিয় নয়। যাঁরা জোড়াফুলের পতাকা বয়ে বেড়ান এমন সব স্তরের কর্মীকেই গুরুত্ব দিতে হবে। কারও ব্যক্তিগত পছন্দের বলে কিছু থাকবে না। দলকে ভালোবাসেন, অথচ কারও ব্যক্তিগত পছন্দের নয় বলে তিনি দূরে সরে রয়েছেন। এমন নেতৃত্বকেও সামনের সারিতে নিয়ে আসতে হবে। সেই মতো প্রতিটি ওয়ার্ড এবং টাউন কমিটি তৈরির কাজ চলছে।
দলীয় সূত্রে জানা গিয়েছে, বিষ্ণুপুর শহরের মানুষ বিগত কয়েকটি ভোটে শাসকদলের থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। বহুবার তার কারণ অনুসন্ধান করা হয়েছে। সেই মতো দলের তরফে পদক্ষেপও করা হয়েছে। কিন্তু বাস্তবে কাজের কাজ কিছুই হয়নি। অথচ শহরে আগের চেয়ে অনেক উন্নয়ন হয়েছে। রাস্তাঘাট থেকে শুরু করে নানা ধরনের উন্নয়নমূলক কাজও হয়েছে। কিন্তু সম্প্রতি দলের অভ্যন্তরীণ সমীক্ষায় দেখা গিয়েছে যে অনেক পুরনো নেতৃত্ব ও কর্মী দলে গুরুত্ব না পাওয়ায় তাঁরা কার্যত বসে গিয়েছেন। তাঁদের অনুগামীরাও দল থেকে সরে গিয়েছেন। তাই তাঁদের যেমন গুরুত্ব দিতে হবে, তেমনই নতুনরাও যাতে তাঁদের সঙ্গে নিয়ে একযোগে কাজ করেন সেই বার্তাও দেওয়া হয়েছে। কোনও রকম গোষ্ঠীদ্বন্দ্ব বরদাস্ত করা হবে না বলে দলের পক্ষ থেকে হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। সেই মতো শহরের প্রতিটি ওয়ার্ড কমিটি পুরনো এবং নতুনদের সংমিশ্রণে তৈরি হবে। একই ভাবে টাউন কমিটিকেও চাঙ্গা করার কথা বলা হয়েছে।
দলের বিষ্ণুপুর শহর সভাপতি দিব্যেন্দু বন্দ্যোপাধ্যায় বলেন, মূল দলের পাশাপাশি যুব, ছাত্র, মহিলা এবং শ্রমিক সংগঠনেরও প্রতিটি ওয়ার্ড এবং টাউন কমিটিকে ঢেলে সাজানো হবে। তার জন্য তালিকা তৈরির কাজ চলছে। কারও কোনও ক্ষোভ থাকলে তাঁদের দলের মধ্যে আলোচনা করতে বলা হয়েছে। কোনও বিষয় অপছন্দ হলে তা নিয়ে প্রকাশ্যে আলোচনা করা চলবে না। বহু পুরনো কর্মী নতুন উৎসাহে আমাদের সঙ্গে কাজ করছেন। আমরা তাঁদের সাদরে গ্রহণ করছি।