বাঁকড়ায় গ্যাসের অফিসের শাটার ভেঙে চার লক্ষ টাকা লুট, আতঙ্ক
বর্তমান | ১১ ডিসেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, হাওড়া: বাঁকড়ায় এটিএম লুটের ঘটনার এক সপ্তাহের মধ্যেই ফের দুষ্কৃতী তাণ্ডব একই এলাকায়। মঙ্গলবার গভীর রাতে একটি গ্যাস সিলিন্ডারের অফিসের শাটার ভেঙে কয়েক লক্ষ টাকা লুট করে দুষ্কৃতীরা। বাঁকড়া পুলিশ ফাঁড়িতে অভিযোগ জানিয়েছেন ওই গ্যাস অফিসের মালিক। দুষ্কৃতীদের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাঁকড়া বাজারের কাছে একটি গলির মধ্যে গ্যাস সিলিন্ডারের অফিসে মঙ্গলবার রাতে চুরির ঘটনা ঘটে। দুষ্কৃতীরা অফিসের শাটারের তালা ভেঙে ভিতরে ঢোকে। এরপর আলমারি ভেঙে প্রায় চার লক্ষ টাকা লুট করে। সঙ্গে দু’টি মোবাইল ফোনও চুরি করে তারা। এদিন সকালে একজন ডেলিভারি বয় এসে শাটারটি ভাঙা অবস্থায় দেখতে পান। সঙ্গে সঙ্গে তিনি খবর দেন মালিককে। অফিসের মালিক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় বলেন, ‘এই এলাকায় দুষ্কৃতী তাণ্ডব বাড়ছে। আগের দিন অনেক রাত হয়ে যাওয়ায় রাস্তায় টাকা লুট হতে পারে, সেই আশঙ্কায় ওই টাকা অফিসেই রেখে গিয়েছিলাম। এখন দেখছি কোনও জায়গাই নিরাপদ নয়।’
পুলিশ জানিয়েছে, এই ঘটনায় তিন-চারজন দুষ্কৃতী জড়িত। আশপাশের সিসি ক্যামেরার ফুটেজের সূত্র ধরে দুষ্কৃতীদের খোঁজ চলছে। ৩ ডিসেম্বর বাঁকুড়ার হাজি মার্কেটের কাছে একটি এটিএম লুট হয়েছিল। এটিএম মেশিন ভেঙে টাকা লুটের পর সেখানে আগুন ধরিয়ে দিয়েছিল দুষ্কৃতীরা। ওই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এক সপ্তাহের মধ্যে ফের চুরির ঘটনায় আতঙ্কিত স্থানীয় ব্যবসায়ীরা। তাঁরা পুলিশের নজরদারি নিয়েও প্রশ্ন তুলেছেন। এলাকার ব্যবসায়ীদের অনেকেই বলেন, ‘পুলিশ রাতে টহল দিলে এই ধরনের ঘটনা ঘটতো না। রাতে পুলিশের পেট্রোল ভ্যানের দেখা মেলে না। এটিএম লুটের পরেও হুঁশ ফেরেনি প্রশাসনের। এলাকায় অবাধে দৌরাত্ম্য চালাচ্ছে দুষ্কৃতীরা।’ এই অবস্থায় এখন দোকানে ক্যাশ টাকা রাখতে ভয় পাচ্ছেন ব্যবসায়ীরা।