• বেআইনি নির্মীয়মাণ বাড়ির কার্নিশ ভেঙে দুর্ঘটনা, কাটা গেল যুবকের পায়ের আঙুল
    বর্তমান | ১১ ডিসেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, হাওড়া: বেআইনি বাড়ির কার্নিশ ভেঙে গুরুতর জখম এক যুবক। তাঁর বাঁ পায়ের আঙুল কেটে বাদ দিতে হয়েছে। অভিযোগ, দেড় বছর আগে বাড়িটি ‘বেআইনি’ ঘোষণা করে কাজ বন্ধ করে দিয়েছিল পুরসভা। সেটির কার্নিশ ভেঙে পড়ার মতো অবস্থায় বিপজ্জনকভাবে ছিল। কিন্তু প্রশাসন কোনও ব্যবস্থা নেয়নি। মঙ্গলবার কার্নিশ ভেঙে ঘটল বড় আকারের দুর্ঘটনা। ভাগ্যক্রমে প্রাণে বেঁচে গিয়েছেন কুড়ি বছরের তরুণ তুষার সিং। 

    ঘটনাটি ঘটেছে লিলুয়ার আনন্দনগরে। দুর্ঘটনার পর এলাকায় প্রবল উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বিকেলে কর্মস্থল থেকে বাড়ি ফিরছিলেন ঝাউতলা পূর্বপাড়ার বাসিন্দা তুষার। তাঁর বাড়ির কাছেই রয়েছে বেআইনি নির্মীয়মাণ বাড়িটি। তুষার সেটির পাশ দিয়ে যাওয়ার সময় উপর থেকে আচমকা কংক্রিটের কার্নিশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। বাঁ পায়ে মারাত্মক আঘাত পান তুষার। স্থানীয়রা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে উত্তর হাওড়ার টি এল জয়সওয়াল হাসপাতালে নিয়ে যান। তাঁর রক্তক্ষরণ হচ্ছিল। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তুষারকে স্থানান্তর করা হয় কলকাতার এসএসকেএম হাসপাতালে। চিকিৎসকরা জানান, পায়ের একটি আঙুল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেটি অপারেশন করে কেটে ফেলতে হয়েছে। পায়ের অন্য আঙুলগুলিও গুরুতর ক্ষতিগ্রস্ত। বুধবার হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন তুষার। ১৬ ডিসেম্বর তাঁর পায়ে ফের অস্ত্রোপচার হবে।

    হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর প্রবল উত্তেজনা দেখা দেয় ঝাউতলা পূর্বপাড়ায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নির্মীয়মাণ বাড়িটি বেআইনি। পুরসভা অনেক আগেই বেআইনি ঘোষণা করেছিল। বাড়ির কংক্রিটের অংশ ভেঙে পড়ার অবস্থায় ছিল। বহুবার প্রশাসনের কাছে এ নিয়ে অভিযোগ জানালেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। তুষারের মা সুনীতা দেবী বলেন, ‘আমার ছেলের পায়ের আঙুল বাদ পড়ে গিয়েছে। আর একটা আঙুল কেটে ঝুলছিল।’  স্ত্রী নন্দিতা সিং বলেন, ‘আগামী দিনে উনি কাজ করতে পারবেন কি না জানি না। আমাদের ছেলে ছোট। সংসার কীভাবে চলবে বুঝতে পারছি না।’ হাওড়া সিটি পুলিশের এক আধিকারিক বলেন, আহতের পরিবারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও অভিযোগ দায়ের হয়নি। তবে কীভাবে দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। এর পাশাপাশি বেআইনি বাড়িটি নিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
  • Link to this news (বর্তমান)