নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বর্তমান সঙ্গীর গলা থেকে সোনার হার ছিনতাইয়ের অভিযোগ উঠল প্রাক্তন প্রেমিকের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে গরফা এলাকার একটি পার্কে। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত সন্দীপ ধরকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত যুবকের সঙ্গে গরফার এক তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। মাস তিনেক আগে ওই সম্পর্কে ছেদ পড়ে। প্রেমিকের অভিযোগ ছিল, তাঁর প্রেমিকা অন্য এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। তাই তাঁর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। সম্পর্ক ভেঙে যাওয়ার পর সন্দীপ জানতে পারেন, তাঁর সন্দেহ অমূলক নয়। যাঁকে সন্দেহ করতেন, তাঁর সঙ্গেই সম্পর্কে জড়িয়েছেন প্রাক্তন গার্লফ্রেন্ড। মঙ্গলবার সন্ধ্যায় সন্দীপের নজরে আসে, প্রাক্তন গার্লফ্রেন্ড ওই যুবকের সঙ্গে পার্কে বসে রয়েছেন। এরপর সেখানে গিয়ে তরুণীর সঙ্গে তর্ক জুড়ে দেন। বর্তমান বয়ফ্রেন্ড তাঁকে বাধা দিতে গেলে দু’জনে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। অভিযোগ, সেই সময় তরুণীর বর্তমান সঙ্গীর গলা থেকে সোনার হার ছিনতাই করে পলিয়ে যায় সন্দীপ। অভিযোগের ভিত্তিতে তাঁকে রাতেই গ্রেফতার করে পুলিশ। বুধবার সন্দীপকে আলিপুর আদালতে তোলা হলে অভিযুক্তের হয়ে লিগ্যাল এডের আইনজীবী সৈকত রক্ষিত বলেন, তাঁর মক্কেলের কাছ থেকে পুলিশ কিছু উদ্ধার করতে পারেনি। এখানে ছিনতাইয়ের কোনও ঘটনা ঘটেনি। সরকারি আইনজীবী সাজ্জাদ খান বলেন, অভিযুক্ত যুবক ছিনতাই করেছেন, তার প্রমাণ রয়েছে। তার ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে। সওয়াল শেষে তাঁকে জেল হেফাজতে পাঠান বিচারক।