• নদিয়া সফরে মমতা, টি-টোয়েন্টি সিরিজ়ে মুখোমুখি ভারত-দক্ষিণ আফ্রিকা, আর কোন খবরে নজর?
    এই সময় | ১১ ডিসেম্বর ২০২৫
  • ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বেলা সাড়ে বারোটা নাগাদ কৃষ্ণনগরে পৌঁছবেন তিনি। কৃষ্ণনগর গাবতলা ময়দানে করা হয়েছে অস্থায়ী হেলিপ্যাড। হেলিপ্যাডের পাশেই খোলা মঞ্চে সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার কথা রয়েছে তাঁর।

    ৪ নভেম্বর থেকে শুরু হয় রাজ্যে এনিউমারেশন ফর্ম বিলি ও সংগ্রহের কাজ। সেই কাজ শেষ হওয়ার কথা ছিল ৪ ডিসেম্বর। পরে এক সপ্তাহ সময় বাড়ানো হয় নির্বাচন কমিশনের তরফে। নির্ধারিত সময়সূচি শেষ হচ্ছে বৃহস্পতিবার। ফর্ম ডিজিটাইজ়েশনের কাজ সম্পন্ন হবে বৃহস্পতিবারের মধ্যে? নজর থাকবে।

    সংসদে শীতকালীন অধিবেশন চলছে। বুধবার স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের মাঝেই ওয়াকআউট করে বিরোধীরা। SIR নিয়ে নতুন করে আলোচনা হবে লোকসভায়? নজর থাকবে অধিবেশনের দিকে।

    বুধবার একটি দুর্ঘটনায় জেলবন্দি শেখ শাহজাহানের বিরুদ্ধে মামলায় অন্যতম সাক্ষী ভোলানাথ ঘোষের ছোট ছেলে এবং গাড়ির চালকের মৃত্যু হয়েছে। এটা দুর্ঘটনা নয়, তাঁদেরকে হত্যা করার পরিকল্পনা করা হয়েছে বলে দাবি ভোলানাথের। যে লরিটি ভোলানাথের গাড়িকে ধাক্কা মারে, সেটির চালক পলাতক। এই ঘটনায় কী ব্যবস্থা নেবে পুলিশ? নজর থাকবে।

    কটকে সিরিজ়ের প্রথম ম্যাচ জয়ের পর এ বার মুল্লানপুরে দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। সন্ধ্যে সাতটা থেকে শুরু হবে ম্যাচ। এটা জিতলে সিরিজ় ২-০ তে এগিয়ে যাবে ভারত।

  • Link to this news (এই সময়)