১০ লক্ষ মার্কিন ডলার, অর্থাৎ ভারতীয় মুদ্রায় ৮ কোটি ৮০ লক্ষ টাকারও বেশি দিলেই হাতেহাতে আমেরিকায় থাকার অনুমতি। ভারতীয় সময় বুধবার ভোরে আনুষ্ঠানিকভাবে চালু হলো ‘ট্রাম্প গোল্ড কার্ড’ ইমিগ্রেশন প্ল্যান।
গোয়ার নাইটক্লাবে আগুন লাগার খবর পাওয়ার পরেই দেশ ছেড়ে ফুকেট পালিয়েছিলেন লুথরা ভাইয়েরা। বুধবার আগাম জামিনের আর্জি বাতিল হয়ে যায়। তার মধ্যেই সৌরভ লুথরা এবং গৌরব লুথরার পাসপোর্ট সাসপেন্ড করে গোয়া পুলিশ।