• রাস্তা মেরামতির কাজ চলবে, বন্ধ হয়ে গেল দার্জিলিংয়ের জনপ্রিয় রক গার্ডেন, ফের কবে খুলবে?
    এই সময় | ১১ ডিসেম্বর ২০২৫
  • গ্লেনারিজ-এর বার বন্ধের নোটিস জারি হয়েছিল আগেই। বুধবার বন্ধ হয়ে গেল দার্জিলিংয়ের জনপ্রিয় পর্যটনস্থল রক গার্ডেন। রাস্তার কাজ চলবে। তাই বুধবার থেকে আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত রক গার্ডেন বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তি জারি হয়েছে।

    দার্জিলংয়ে ঘুরতে গিয়ে রক গার্ডেনে একবার ঢুঁ মারেননি এমন মানুষ বিরল। পাহাড় আর সবুজ যেন কোলাকুলি করছে। সুন্দর সাজানো বাগান, জলপ্রপাত, আর কাঞ্চনজঙ্ঘা - এক টুকরো স্বর্গ। তবে সাময়িক ভাবে পর্যটকদের সেই স্বাদ থেকে বঞ্চিতই থাকতে হবে।

    অক্টোবরে টানা বৃষ্টির জেরে বিপর্যস্ত হয়ে পড়েছিল দার্জিলিং। একাধিক এলাকায় ধস নামে। রাস্তাঘাট জলের তলায় ডুবে যায়। সেই সময়েই টাইগার হিল, রক গার্ডেন-সহ প্রায় সমস্ত জনপ্রিয় পর্যটনস্থল বন্ধ করে দেওয়া হয়েছিল।

    আপাতত সেই ক্ষত সেরেছে। এক এক করে খুলে গিয়েছে জনপ্রিয় দর্শনীয় স্থানগুলিও। তবে রাস্তাঘাটের অবস্থা এখনও শোচনীয়। সে সবের মেরামতির প্রয়োজন। সেই কাজের জন্যই রক গার্ডেন বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

    হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ডেভলপমেন্ট নেটওয়ার্কের সাধারণ সম্পাদক সম্রাট সান্যাল বলেন, ‘রাস্তাটি গত কয়েকমাস ধরেই বেহাল। বড়দিনের আগে মেরামতির প্রয়োজন ছিল।’ সেই কারণেই আপাতত রক গার্ডেন বন্ধ থাকছে। তবে বড়দিনের আগেই ফের খুলে যাবে বলেও আশ্বাস মিলেছে।

    উল্লেখ্য, গত সোমবার দার্জিলিংয়ের বিখ্যাত রেস্তোরাঁ গ্লেনারিজ পরিদর্শনে গিয়েছিলেন আবগারি দপ্তরের আধিকারিকরা। তার পরেই মঙ্গলবার অসঙ্গতির অভিযোগে রেস্তোরাঁর বার সেকশন বন্ধের নোটিস জারি হয়। আগামী তিন মাসের জন্য গ্লেনারিজ-এর বার বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। এ বার রক গার্ডেন বন্ধের বিজ্ঞপ্তি জারি হলো।

  • Link to this news (এই সময়)