এই সময়: স্কুল সার্ভিস কমিশনের ২০১৬-র মেয়াদ–উত্তীর্ণ প্যানেল থেকে নিযুক্ত হওয়া এবং কাউন্সেলিংয়ের জন্য ডাক পাওয়া প্রার্থীদের তালিকা বুধবার কলকাতা হাইকোর্টে জমা পড়েছে। এর আগে, ২৭ নভেম্বর বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গল বেঞ্চ ওই তালিকা কমিশনের ওয়েবসাইটে আপলোড করার নির্দেশ দিয়েছিলেন। এ দিন যুক্তি–পাল্টা যুক্তি দীর্ঘ সময় ধরে চলার পরে তালিকাটি বিচারপতি সিনহার এজলাসে জমা দেয় এসএসসি।
২০১৬ সালের প্যানেলের মেয়াদ ফুরিয়ে যাওয়ার পরে সেই প্যানেল থেকে নবম–দশম ও একাদশ–দ্বাদশের শিক্ষক পদে যাঁদের নিয়োগ করা হয়েছিল, সুপ্রিম কোর্ট তাঁদের দাগি হিসেবে চিহ্নিত করে। সেই সূত্রেই ওই প্রার্থীদের তালিকা আগের শুনানিতে বিচারপতি সিনহা চেয়েছিলেন। এতদিন তা সামনে আসেনি।
এ দিন হাইকোর্টের বক্তব্য, প্যানেল বাতিল হওয়ার পরে সেই প্যানেল থেকে যাঁদের নিয়োগ করা হয়েছিল, কমিশন তাঁদের দাগি বলে চিহ্নিত করেনি। সুপ্রিম কোর্ট যে তিন ধরনের অনিয়ম চিহ্নিত করেছিল— র্যাঙ্ক জাম্প, ওএমআরে অসঙ্গতি এবং আউট অফ প্যানেল— এসএসসি সে সব ক্ষেত্রের ‘দাগিদের’ নাম প্রকাশ করেছিল। কমিশন মঙ্গলবার যুক্তি দেয়, আগেও হাইকোর্টের নির্দেশ মেনে সেই তালিকা জমা দেওয়া হয়েছে এবং এ বারও তারা আদালতের কাছে সবিস্তার তথ্য–সহ তালিকা জমা দিতে পারে। একটা সময়ে আদালত নির্দেশ দেয়, তালিকা এ দিনই জমা দিতে হবে। তখন এসএসসি সেই তালিকা জমা দেয়। অর্থাৎ, মামলাকারীরা তালিকা প্রকাশের যে দাবি করেছিলেন, সিঙ্গল বেঞ্চ এখনও পর্যন্ত তাতে সায় দিল না। মামলার পরবর্তী শুনানি ৮ জানুয়ারি।