ধোঁয়া ওঠা চায়ে চুমুক আর লেপ-কম্বল ছাড়া কোনও কিছুতেই যেন মন বসছে না রাজ্যবাসীর। মরশুমের শুরু থেকেই দুর্দান্ত ইনিংস খেলছে শীত। সঙ্গে উত্তুরে হাওয়ার দাপট। রাজ্যের প্রায় সব জেলায় তাপমাত্রার পারদ এখন ঘোরাফেরা করছে স্বাভাবিকের নীচে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, সপ্তাহ জুড়েই জমিয়ে ব্যাট করবে শীত। আপাতত বৃষ্টিরও কোনও সম্ভাবনা নেই।
আজ, বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। এ দিন সকাল থেকেই কুয়াশার দাপট শহরে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিষ্কার হবে আকাশ। হাওয়া অফিস জানিয়েছে, সূর্যাস্তের পরে ঠান্ডার অনুভূতি আরও বাড়বে। আপাতত কলকাতার রাত এবং দিনের তাপমাত্রা দুটোই স্বাভাবিকের নীচে রয়েছে। হাওয়া অফিস আরও জানিয়েছে, আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ে তাপমাত্রার পারদ আরও কিছুটা কমে ১৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বাঁকুড়া, পুরুলিয়া-সহ পশ্চিমের জেলাগুলিতে আপাতত তাপমাত্রার পারদ ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করবে। তবে উপকূলের জেলাগুলিতে তাপমাত্রা থাকবে সামান্য বেশি। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে কমবে কুয়াশার দাপট।
উত্তরবঙ্গে আপাতত আবহাওয়া বেশ মনোরম। শৈলশহর দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা আজ ঘোরাফেরা করবে ৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী সপ্তাহে উত্তরবঙ্গের তাপমাত্রা ঘোরাফেরা করবে ৪ থেকে ৬ ডিগ্রির সেলসিয়াসের ঘরে। তবে কোচবিহার, জলপাইগুড়িতে তাপমাত্রা থাকবে ১৩ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। উত্তরের সব জেলায় কুয়াশার দাপট থাকবে।
সব মিলিয়ে, চলতি বছর রাজ্যে জাঁকিয়ে বসেছে শীত। চলতি মরশুমে শীতপ্রেমীদের মুখের হাসি আরও চওড়া হওয়ার সম্ভাবনা প্রবল।