• উত্তুরে হাওয়ার জেরে রাজ্যজুড়ে শীতের আমেজ বহাল, জানুন আবহাওয়ার আপডেট
    বর্তমান | ১১ ডিসেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উত্তুরে হাওয়ার জেরে রাজ্যজুড়ে শীতের আমেজ বহাল। যদিও কনকনে ঠান্ডার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। আজ, বৃহস্পতিবার কলকাতায় তাপমাত্রা স্বাভাবিকের নিচে নামলেও পারদ পতন হয়নি। তাপমাত্রা রয়েছে ১৫ ডিগ্রিতে। যা স্বাভাবিকের তুলনায় ১.৩ ডিগ্রি কম। কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে ২৫ থেকে ১৫ ডিগ্রির আশেপাশে। যদিও আগামী কদিন তাপমাত্রার বড় কোন পরিবর্তন হবে না।আজ দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা ৪.৫ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গের মধ্যে শীতলতম স্থান শ্রীনিকেতন, ১০.৪ ডিগ্রি সেলসিয়াস। আলিপুরদুয়ারের সর্বনিম্ন তাপমাত্রা কমে ১০ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের দার্জিলিং-সহ পার্বত্য জেলাগুলিতে আগামী সাত দিন ৪–৬ ডিগ্রির মধ্যে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। এদিকে, আজ ভোর থেকে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও কুয়াশার দাপট অব্যাহত রয়েছে। আবহাওয়া দপ্তর বলছে, এই মুহূর্তে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ অঞ্চল নেই। ফলে বৃষ্টিরও সম্ভাবনা নেই। গোটা রাজ্যে আপাতত শুষ্ক থাকবে আবহাওয়া। 
  • Link to this news (বর্তমান)