গত কয়েক দিনের মতো আজও সংসদ চত্বরে রাজ্যের বঞ্চনা নিয়ে তৃণমূলের প্রতিবাদের ধারা অব্যাহত। আজ অধিবেশন শুরুর আগে মকর দ্বারের সামনে সাদা কাগজ হাতে বিক্ষোভ দেখান তৃণমূল সাংসদেরা।
আজ থেকে প্রায় ২১ মাস আগে রাজ্যের প্রাপ্য কেন্দ্রীয় বরাদ্দ নিয়ে শ্বেতপত্র প্রকাশের চ্যালেঞ্জ জানিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২১ মাস পেরোনোর পরেও কেন্দ্রের তরফে কোনও শ্বেতপত্র প্রকাশ করা হয়নি। এ বার সেই দাবি তুলে নতুন করে জোরালো প্রতিবাদে নেমেছে তৃণমূল। স্লোগান তোলা হয়েছে, ‘‘বাংলার বকেয়া কবে মেটানো হবে, নরেন্দ্র মোদী জবাব দাও।’’ দলের লোকসভা ও রাজ্যসভার সব সাংসদই ওই বিক্ষোভে যোগ দেন। সমাজবাদী পার্টির রামগোপাল যাদব এবং ধর্মেন্দ্র যাদবও এসেছিলেন তৃণমূলের এই ধর্নায়।
অন্য দিকে, আজ নির্বাচনী সংস্কার নিয়ে আলোচনায় লোকসভায় তৃণমূলের উপনেত্রী শতাব্দী রায় মোদী সরকারকে নিশানা করেন। তাঁর বক্তব্য, নোট বাতিল করে কালো টাকা উদ্ধার করা তো যায়ই-নি, বরং মানুষের উপরে অত্যাচার করা হয়েছিল। এসআইআর-এর মাধ্যমেও মানুষকে তেমন পীড়ন করা হচ্ছে বলে শতাব্দীর অভিযোগ। তাঁর কথায়, বিহারের নির্বাচনে কেউ যদি জিতে থাকে, তবে সে নির্বাচন কমিশন।