• ১২ জানুয়ারি রাজ্যে চটকল ধর্মঘট
    বর্তমান | ১১ ডিসেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: রাজ্যের চটকলগুলির শ্রমিকরা ডিএ পাচ্ছেন না বলে অভিযোগ। সেই নিয়ে বুধবার নৈহাটি জুট মিল, হুকুমচাঁদ জুট মিলের সামনে সিটুর নেতৃত্বে বিক্ষোভ দেখালেন কর্মীরা। ওই বিক্ষোভে অংশ নিয়ে সিটু নেত্রী গার্গী চট্টোপাধ্যায় জানান, ১২ জানুয়ারি বকেয়া ডিএ দেওয়ার দাবিতে চটকল ধর্মঘট ডাকা হয়েছে। এর আগে শ্রমদপ্তরে এই ব্যাপারে আবেদন করা হয়েছিল। মুখে আশ্বাস দেওয়া হলেও আজ পর্যন্ত শ্রমিকরা মহার্ঘভাতা পাননি। তাই এই ধর্মঘট ডাকা হয়েছে। এরপর শ্রমদপ্তর ঘেরাও করা হবে।
  • Link to this news (বর্তমান)