• রাজ্যজুড়ে ঝোড়ো ব্যাটিং শীতের! উত্তরে ৪, দক্ষিণবঙ্গে পারদ নামল ১১ ডিগ্রিতে
    প্রতিদিন | ১১ ডিসেম্বর ২০২৫
  • নিরুফা খাতুন: বছর শেষে ঝোড়ো ব্যাটিং শীতের। দার্জিলিংয়ে তাপমাত্রা নামল ৪ ডিগ্রিতে। দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি। কলকাতার পারদ নেমেছে ১৫-এর ঘরে। সকাল থেকেই কুয়াশায় মোড়া পথঘাট। আগামী ৭ দিন একইরকম থাকবে আবহাওয়া, এমনটাই হাওয়া অফিস সূত্রের খবর।

    হাওয়া অফিস সূত্রে খবর, আগামী কয়েক দিন পশ্চিমের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। উপকূলের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৪ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। উপকূল ও সংলগ্ন এলাকাতে সকালের দিকে কুয়াশার সম্ভাবনা হালকা থেকে মাঝারি। দু-এক জায়গায় দৃশ্যমানতা সামান্য কমবে। তবে ঘন কুয়াশার কোনও সতর্কবার্তা নেই। আগামী ৭ দিন উত্তুরে হাওয়ার দাপট থাকায় দিনভর অনুভূত হবে শীতের আমেজ। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। 

    জানা গিয়েছে, উত্তরবঙ্গেও শুষ্ক আবহাওয়া থাকবে। আগামী সাতদিনে দার্জিলিং-সহ পার্বত্য এলাকায় তাপমাত্রা চার থেকে ছয় ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে। মালদা-সহ সমতলের জেলার তাপমাত্রা ১৩ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াস থাকবে। তবে সকালে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা। পার্বত্য এলাকায় কোথাও কোথাও দৃশ্যমানতা ৯০০ থেকে ২০০ মিটার পর্যন্ত হতে পারে। প্রসঙ্গত, শৈত্য প্রবাহের পরিস্থিতি মহারাষ্ট্র, কর্ণাটক এবং তেলেঙ্গানাতে। ঘন কুয়াশার সম্ভাবনা বেশি হিমাচল, উত্তরাখণ্ড ও উত্তর প্রদেশে। উত্তর-পূর্ব ভারতের অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মিজোরাম ও ত্রিপুরাতে দাপট দেখাবে কুয়াশা। 
  • Link to this news (প্রতিদিন)