• ব্রিগেডে গীতাপাঠের অনুষ্ঠানে প্যাটিস বিক্রেতাদের হেনস্তা! গ্রেপ্তার ৩
    প্রতিদিন | ১১ ডিসেম্বর ২০২৫
  • অর্ণব আইচ: গীতাপাঠের অনুষ্ঠানে ২ চিকেন প্যাটিস বিক্রেতাকে হেনস্তা! ময়দান থানায় দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে ৩ অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতদের নাম, সৌমিক গোলদার, তরুণ ভট্টাচার্য ও স্বর্ণেন্দু চক্রবর্তী। বুধরাত রাতে গ্রেপ্তার করা হয়েছে তাঁদের।

    গত রবিবার ব্রিগেডে ‘৫ লক্ষ কণ্ঠে গীতাপাঠ’ অনুষ্ঠানের আয়োজন করেছিল আরএসএস ঘনিষ্ঠ সনাতন সংস্কৃতি সংসদ। ওইদিন সেখানে চিকেন প্যাটিস বিক্রি করতে গিয়েছিলেন ২ জন। একজন আরামবাগের বাসিন্দা শেখ রিয়াজুল। অন্যজন তপসিয়ার মহম্মদ সালাউদ্দিন। অভিযোগ, গীতাপাঠের অনুষ্ঠানের শামিল হওয়া কয়েকজন যুবক তাঁদের হেনস্তা করে। প্যাটিস ফেলে দেওয়ার পাশাপাশি তাঁদের মারধর করার অভিযোগ ওঠে। কান ধরে ওঠবোসও করানো হয়। রিয়াজুলের প্রায় ৩ হাজার টাকা খাবার নষ্ট হয়। জানা যায়, ধর্মীয় অনুষ্ঠানে চিকেন প্যাটিস বিক্রি কেন? এই প্রশ্ন তুলেই হামলা চালানো হয় তাঁদের উপর। সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় ২ বিক্রেতাকে হেনস্তার ভিডিও।

    এরপরই ময়দান থানায় দুটি আলাদা অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগের ভিত্তিতেই বৃহস্পতিবার ৩ অভিযুক্তকে গ্রেপ্তার করে ময়দান থানার পুলিশ। জানা গিয়েছে, ধৃত সৌমিক ঘোষ উত্তর ২৪ পরগনার গোবরডাঙার বাসিন্দা। গ্রেপ্তার হওয়া তরুণ ভট্টাচার্য হুগলির উত্তরপাড়ার বাসিন্দা। আরেক ধৃত স্বর্ণেন্দু চক্রবর্তী অশোকনগরের বাসিন্দা। প্রসঙ্গত, এই ঘটনায় আগেই ফুঁসে উঠেছিল তৃণমূল ও সিপিএম। তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেছিলেন, “আমিষ খাবার যাঁরা খান না, তাঁদের কিনবেন না। কিন্তু বিক্রেতাকে মারধর করবে কেন? ওঁরা ওখানে নানা জিনিস বিক্রি করে আয় করেন। এরকম করা যায় না। তীব্র নিন্দা করছি।” এফআইআর করেছিলেন বাম আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়।
  • Link to this news (প্রতিদিন)