• নোটবন্দির সময়ে বাতিল ৫০০-১০০০ টাকার নোটের পাহাড়! গ্রেপ্তার ৪
    এই সময় | ১১ ডিসেম্বর ২০২৫
  • দু’ গাড়ি ভর্তি ৫০০ ও ১০০০ টাকার পুরোনো নোট উদ্ধার দিল্লিতে। পুলিশ বাজেয়াপ্ত করেছে প্রায় ৩.৫ কোটি টাকা। ওই ঘটনায় চার জনকে গ্রেপ্তারও করা হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে, বুধবার শালিমার বাগ মেট্রো স্টেশনের ৪ নম্বর গেটের কাছে হানা দেয় পুলিশ।

    সূত্রের খবর, মেট্রো স্টেশনের সামনে থেকে গ্রেপ্তার করা হয় হর্ষ (২২), টেকচাঁদ ঠাকুর (৩৯), লক্ষ (২৮) ও বিপিন কুমার (৩৮) নামে চার যুবককে। দু’টি গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে। গাড়িগুলিতেই টাকা ভর্তি করে নিয়ে যাচ্ছিল ওই চারজন। হর্ষ, টেকচাঁদের বাড়ি রোহিণী সেক্টর ২৫-এ। লক্ষ্য ব্রজপুরীর বাসিন্দা, বিপিনের বাড়ি ফিরোজ শাহ রোডে। তবে তাঁর আসল বাড়ি হিমাচলপ্রদেশে।

    পুলিশ সূত্রে খবর, ধৃতরা একটি চক্র চালাত। নোটবন্দির সময়ে বাতিল করা ৫০০, ১০০০ টাকার নোট সংগ্রহ করতেন তাঁরা। নির্ধারিত অর্থের বিনিময়ে বাতিল নোট তাঁরা নিয়ে নিতেন। যাঁদের কাছ থেকে নিতেন, তাঁদের আশ্বস্ত করতেন, নোটগুলি রিজার্ভ ব্যাঙ্কে এক্সচেঞ্জ করা হবে। ধৃতদের কাছে কোনও বৈধ কাগজপত্র ছিল না। ৫০০ বা ১০০০ টাকার নোট সঙ্গে রাখার কোনও নথিও ছিল না। সেই কারণেই তাঁদের গ্রেপ্তার করা হয়।

  • Link to this news (এই সময়)