লোকসভায় ধূমপানের অভিযোগ তুললেন বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর। লোকসভায় বিরোধী দলের সাংসদ ই-সিগারেট খেয়েছেন বলে বৃহস্পতিবার অধিবেশন কক্ষেই অভিযোগ তোলেন তিনি। যা শুনে সকলে হতবাক হয়ে যান। কারও নাম না করেই অনুরাগ ঠাকুর অধ্যক্ষ ওম বিড়লাকে সম্বোধন করে বলেন, ‘স্যর, আমি সদনকে জানাতে চাই, সারা দেশে ই-সিগারেট ব্যান। আপনি কি সদনে তার অনুমতি দিয়েছেন?’ ওম বিড়লা উত্তর দেন, ‘না’।
এর পরেই অনুরাগ ঠাকুর বলেন, ‘তৃণমূলের সাংসদ খাচ্ছে। কয়েকদিন ধরে টানা বসে বসে খাচ্ছেন। আপনি চেক করান স্যর।’ আবারও অধ্যক্ষ বলেন, ‘আমি সমস্ত সদস্যকে বলব, আমাদের সংসদীয় পরম্পরা ও সংসদীয় নিয়ম মেনে চলা উচিত। এ নিয়ে কোনও বিষয় এলে আমি নিশ্চয়ই খতিয়ে দেখব।’
তামাক পুড়িয়ে বিড়ি-সিগারেট খাওয়া নয়, ই-সিগারেট নাম শুনলেই বোঝা যায়, এ হলো ধূমপানের ডিজিটালাইজে়শন। ইলেক্ট্রনিক ডিভাইসে লিক্যুইড থাকে, সেই ভেপ-ডিভাইস থেকে ইনহেল করতে হয়। সাধারণত ওই লিক্যুইডে নিকোটিনের সঙ্গে ফ্লেভার ও অন্যান্য কেমিক্যাল মেশানো থাকে। ট্র্যাডিশনাল সিগারেটের মতো তামাক পোড়ানোর বিষয় নেই এখানে। তবে নিকোটিন যখন আছে, তা মোটেই স্বাস্থ্যকর হতে পারে না। অনেকেরই এই ই-সিগারেট খাওয়ার অ্যাডিকশন আছে। তবে ভারতে এই ই-সিগারেট নিষিদ্ধ।