• প্রবল মানসিক চাপে ছিলেন শাহ, হাত-পা কাঁপছিল, আক্রমণ রাহুলের
    বর্তমান | ১১ ডিসেম্বর ২০২৫
  • নয়াদিল্লি, ১১ ডিসেম্বর: ‘অমিত শাহ প্রবল মানসিক চাপে ছিলেন। তাই গতকাল, বুধবার সংসদে বিভ্রান্তিকর মন্তব্য করছিলেন। তাঁর হাত পা কাঁপছিল।’ নির্বাচনী সংস্কার নিয়ে সংসদে বাকযুদ্ধ নিয়ে এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণ করলেন রাহুল গান্ধী।আজ, বৃহস্পতিবার লোকসভার বিরোধী দলনেতা বলেন, ‘আমি তো ওঁকে চ্যালেঞ্জ করেছিলাম যে, আমার সাংবাদিক বৈঠকগুলিতে উল্লেখ করা বিষয় নিয়ে সংসদে আলোচনা হোক। তার আমি কোনও উত্তর পাইনি।’ জানা গিয়েছে, বুধবার লোকসভার শীতকালীন অধিবেশনের আগে অমিত শাহের জ্বর ছিল। তাঁর শরীরের তাপমাত্রা ১০২ ডিগ্রি ছিল। ওষুধ খেয়ে তিনি বক্তৃতা দেন।  উল্লেখ্য, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষণের মাঝেই রাহুল গান্ধী তাঁর তোলা ভোটচুরির অভিযোগ নিয়ে শাহের মতামত জানতে চান। আর তাতেই  রেগে যান স্বরাষ্ট্রমন্ত্রী।রাহুলের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনার কথা মতো আমি বক্তৃতা করব না। কোনও সাংসদ কোন কথাটি আগে বলবেন, আর কোন কথাটি পরে বলবেন, সেটা তার বিষয়। আমার যখন যেটা বলার, তখনই সেটা বলব। ধৈর্য রাখুন।’
  • Link to this news (বর্তমান)