অরুণাচল প্রদেশে ভারত-চীন আন্তর্জাতিক সীমান্তের কাছেই ভয়াবহ দুর্ঘটনা, মৃত ২১
বর্তমান | ১১ ডিসেম্বর ২০২৫
ইটানগর, ১১ ডিসেম্বর: ভয়াবহ দুর্ঘটনায় অরুণাচল প্রদেশে মৃত্যু হল ২১ জন শ্রমিকের। ভারত-চীন সীমান্ত ঘেঁষা হাউলিয়াং-ছাগলাগাম রাস্তা দিয়ে একটি ট্রাকে করে যাচ্ছিল ওই শ্রমিকরা। তখনই দুর্ঘটনার কবলে পড়ে তাদের ট্রাক। সেটি সোজা পড়ে যায় খাদে। যার ফলে মৃত্যু হয় ২১ জনের। দুর্ঘটনাটি গত সোমবার ঘটে। যদিও আজ, বৃহস্পতিবার দুপুরে বিষয়টি সম্পর্কে জানতে পারে পুলিশ।কারণ, ওই দুর্ঘটনার খবর এক শ্রমিক গিয়ে স্থানীয় থানায় দেন। ওই শ্রমিকও ট্রাকটিতে ছিলেন, কিন্তু প্রাণে বেঁচে যান। খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ট্রাকটি উদ্ধার করা হয়েছে। মৃতদের মধ্যে অনেক শ্রমিকই ট্রাকের মধ্যেই আটকে পড়েন। এক শ্রমিককে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। তার চিকিৎসা চলছে। খবর পেয়ে উদ্ধারকাজের জন্য অসমের ডিব্রুগড় থেকে গিয়েছে এনডিআরএফের একটি দল। পুলিশ সূত্রে খবর, উদ্ধারকাজে হাত লাগিয়েছে ভারতীয় সেনাও। জানা গিয়েছে, ওই শ্রমিকরা মূলত অসমের বাসিন্দা।