• ব্রিগেডে আমিষ প্যাটিস বিক্রির ‘অপরাধে’ মারধরের ঘটনায় গ্রেফতার ৩
    বর্তমান | ১১ ডিসেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ব্রিগেডে গীতাপাঠের অনুষ্ঠানে প্যাটিস বিক্রেতাদের মারধরের ঘটনায় গ্রেফতার ৩ অভিযুক্ত। ধৃতদের নাম, তরুণ ভট্টাচার্য, সৌমিক গোলদার ও স্বর্ণেন্দু চক্রবর্তী। গতকাল, বুধরাত রাতে তাঁদের গ্রেফতার করে ময়দান থানার পুলিশ। গত রবিবার ব্রিগেডে ‘৫ লক্ষ কণ্ঠে গীতাপাঠ’-এর অনুষ্ঠানে আমিষ প্যাটিস বিক্রির ‘অপরাধে’ দুই বিক্রেতাকে মারধর করার অভিযোগ সামনে আসে।আক্রান্তদের মধ্যে একজনের নাম শেখ রিয়াজুল। অন্যজন হলেন মহম্মদ সালাউদ্দিন (৬০)। প্যাটিস বিক্রেতাদের মারধরের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। দু’টি পৃথক মামলা দায়ের হয় ময়দান থানায়। তদন্ত শুরু করে পুলিশ। ওই ভিডিয়ো দেখে চিহ্নিত করা হয় অভিযুক্তদের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত সৌমিক গোলদার উত্তর ২৪ পরগনার গোবরডাঙার বাসিন্দা। হুগলির উত্তরপাড়ার বাসিন্দা ধৃত তরুণ ভট্টাচার্য। ধৃত স্বর্ণেন্দু চক্রবর্তী অশোকনগরের বাসিন্দা। এদিকে, ব্রিগেডে ‘গেরুয়াধারীদের’ হাতে প্রহৃত প্যাটিস বিক্রেতা শেখ রিয়াজুল বুধবার সন্ধ্যায় আরামবাগের কেশবপুরে নিজের বাড়ি ফেরেন। রিয়াজুল ফোনে বলেন, ‘ব্রিগেডে অনেকবার গিয়েছি।বিভিন্ন পার্টির মিটিং, সভায় গিয়ে ব্যবসা করেছি। কোনওদিন এরকম ঘটনা ঘটেনি। সেদিন ব্রিগেডে অনেকেই আমিষ, নিরামিষ প্যাটিস খেয়েছিল। কিন্তু আচমকা কয়েকজন এসে নাম জানতে চায়। তারপর আমিষ প্যাটিস বিক্রি করছি শুনে সমস্ত খাবার উল্টে ফেলে দেয়। মারধর করে।’
  • Link to this news (বর্তমান)