• পশ্চিমবঙ্গ বাদে দেশের একাধিক রাজ্যে এসআইআরের সময়সীমা বৃদ্ধি করল নির্বাচন কমিশন
    বর্তমান | ১১ ডিসেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এসআইআরের ইনিউমারেশন ফর্ম পূরণে পিছিয়ে রয়েছে অনেক রাজ্যই। তার উপর অতিরিক্ত কাজের চাপে একাধিক রাজ্যে অসুস্থ হয়ে পড়ছেন বিএলও’রা। সেই কথা মাথাতে রেখেই দেশের বেশ কয়েকটি রাজ্যে এসআইআরের সময়সীমা আরও এক সপ্তাহ বৃদ্ধি করল জাতীয় নির্বাচন কমিশন। তবে সেই তালিকায় নেই পশ্চিমবঙ্গ। অর্থাৎ বাংলাতে এসআইআরের কাজের জন্য যে নির্দিষ্ট তারিখ রয়েছে তার মধ্যেই প্রক্রিয়া শেষ করতে হবে। এমনটাই জানাল কমিশন। এই প্রক্রিয়ার জন্য কেরলকে আগেই বাড়তি সময় দিয়েছিল নির্বাচন কমিশন। এবার বাড়তি সময় পাচ্ছে তামিলনাড়ু, গুজরাত, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ ও কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান ও নিকোবর।আজ, বৃহস্পতিবার এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন। যাতে বলা হয়েছে, ১৪ ডিসেম্বরের মধ্যে এসআইআরের ইনিউমারেশন পর্ব তামিলনাড়ু এবং গুজরাতকে শেষ করতে হবে। ওই দুই রাজ্যে খসড়া তালিকা প্রকাশ করার তারিখ ১৯ ডিসেম্বর। মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে একই কাজ শেষ করতে হবে ১৮ ডিসেম্বরের মধ্যে। সেখানে খসড়া তালিকা প্রকাশের দিন ২৩ ডিসেম্বর। উত্তরপ্রদেশের ক্ষেত্রে গোটা প্রক্রিয়া ২৬ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। যোগী রাজ্যে খসড়া তালিকা প্রকাশের দিন ৩১ ডিসেম্বর। এসআইআরের কাজ করতে গিয়ে পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন রাজ্যে অসুস্থ হয়ে পড়ছেন বিএলও’রা। মৃত্যু হয়েছে কয়েকজনের। কাজের চাপে অসহায় বোধ করছিলেন বলে অভিযোগ জানিয়েছেন বহু বিএলও।সেই কথা মাথাতে রেখে, গত ৩০ নভেম্বর এসআইআরের ইনিউমারেশন পর্বের জন্য ১১ ডিসেম্বর অবধি সময় বৃদ্ধি করা হয়। প্রথমে এই তারিখটি ছিল ৪ ডিসেম্বর। গত ৩০ নভেম্বর জাতীয় নির্বাচন কমিশনের তরফে বিবৃতি জারি করে বলা হয়, এসআইআরের প্রক্রিয়ায় আরও সাতদিন সময় বৃদ্ধি করা হল। আগামী ৪ঠা ডিসেম্বরের বদলে ১১ ডিসেম্বর পর্যন্ত ইনিউমারেশন ফর্ম পূরণ ও আপলোড করা যাবে বলে জানায় কমিশন। এদিন নতুন করে বেশ কয়েকটি রাজ্যকে সময় দেওয়া হলেও পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নির্ধারিত দিন থাকছে ১১ ডিসেম্বরই। 
  • Link to this news (বর্তমান)