১০০ দিনের কাজ নিয়েও এদিন সুর চড়ান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘আমরা কেন্দ্রীয় সরকারের ভিক্ষা চাই না। আদালতের নির্দেশ পেয়ে ছ’মাস ঘুমিয়ে ছিল। হঠাৎ একটা নোটিস পাঠিয়েছে কেন্দ্র। রাস্তা তৈরির টাকাও বন্ধ করেছে কেন্দ্রীয় সরকার। ভালো কাজ করলেও পশ্চিমবঙ্গকে বঞ্চনা।‘
জনসভার পাশাপাশি এদিন সরকারি প্রকল্পের উদ্বোধনও করেন মুখ্যমন্ত্রী। নদিয়ায় উপভোক্তাদের হাতে সরকারি প্রকল্পের সুবিধা তুলে দিলেন তিনি। বৃহস্পতিবার রাস্তাশ্রী এবং পথশ্রী প্রকল্পের চতুর্থ পর্যায়ের কাজের সূচনা করেন মুখ্যমন্ত্রী। এই পর্যায়ে রাজ্যের ২৩টি জেলায় ২০ হাজার কিলোমিটারেরও বেশি রাস্তা তৈরি হবে। ১০০ দিনের কাজের প্রকল্পে কাজ পাবেন বহু মানুষ।