• পথশ্রী-রাস্তাশ্রী প্রকল্পে ২০ হাজার কিমি রাস্তার কাজের সূচনা করলেন মুখ্যমন্ত্রী
    দৈনিক স্টেটসম্যান | ১১ ডিসেম্বর ২০২৫
  • একই সঙ্গে মঞ্চে রাখা ইট, বালি, সিমেন্ট দিয়ে প্রতীকি হিসেবে প্রকল্পের কাজও শুরু করেন তিনি।  সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব এবং পঞ্চায়েত সচিবও। এছাড়া ছিলেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র, রাজ্যের মন্ত্রী তথা কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভার বিধায়ক উজ্জ্বল বিশ্বাসও। অনুষ্ঠান মঞ্চ থেকে সড়ক নির্মাণের একটি ভিডিও প্রকাশ করা হয়।

    শহর ও গ্রাম মিলিয়ে পথশ্রী–রাস্তাশ্রীর চতুর্থ পর্বে নতুন রাস্তার সংখ্যা ২০,৪৭৯টি। মোট দূরত্ব ২০,০৩০ কিলোমিটার। রাজ্যের কোষাগার থেকে খরচ পড়বে ২১,৯৮৭ কোটি টাকা।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)