RG Kar হাসপাতালেই পোস্টিং দিতে হবে অনিকেত মাহাতোকে, নির্দেশ সুপ্রিম কোর্টের
প্রতিদিন | ১১ ডিসেম্বর ২০২৫
সোমনাথ রায়, নয়াদিল্লি: কলকাতা হাই কোর্টের নির্দেশই বহাল রাখল শীর্ষ আদালত। বিচারপতি জে কে মাহেশ্বরীর ডিভিশন বেঞ্চের নির্দেশ, কলকাতার আর জি কর হাসপাতালেই পোস্টিং দিতে হবে অনিকেত মাহাতোকে (Aniket Mahato)। নির্দেশ কার্যকর করার জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে ২ সপ্তাহ।
গত ২৭ মে অনিকেত মাহাতোর বদলির নির্দেশ আসে। আর জি কর হাসপাতাল থেকে তাঁকে উত্তরবঙ্গের রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে বদলি করা হয়। পছন্দের জায়গায় পোস্টিং না দেওয়া হলে কাউন্সেলিংয়ের অর্থ কী? সেই প্রশ্ন তুলে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন অনিকেত। মামলা ওঠে বিচারপতি বিশ্বনাথ বসুর এজলাসে। আদালতে অনিকেত মাহাতো দাবি করেন, তাঁর র্যাঙ্ক ২৪। আর জি কর হাসপাতালে অ্যানাস্থেশিয়া বিভাগে ৪টি শূন্যপদ আছে। একটি শূন্যপদে মেধাতালিকায় অনিকেতের আগে থাকা একজনকে নিয়োগ করা হয়েছে। দু’টি শূন্যপদে ২৬ এবং ৩৪ র্যাঙ্ক করা দুই চিকিৎসক নিযুক্ত রয়েছেন। কিন্তু অনিকেত ওই হাসপাতালে নিয়োগ পাননি। সেই মামলায় কলকাতা হাই কোর্ট অনিকেতকে আর জি করে পোস্টিং দেওয়ার নির্দেশ দেয়।
কিন্তু এই রায়ে সন্তুষ্ট হয়নি রাজ্য। পরবর্তীতে রাজ্যের তরফে ডিভিশন বেঞ্চে মামলা করা হয়। কিন্তু সেখানেও বহাল রাখা হয় সিঙ্গল বেঞ্চের রায়। এরপর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য। এদিন অনিকেত মামলায় শীর্ষ আদালত জানাল, কলকাতার আর জি কর হাসপাতালেই পোস্টিং দিতে হবে অনিকেত মাহাতোকে। বিচারপতি জে কে মাহেশ্বরীর ডিভিশন বেঞ্চ সাফ জানিয়েছে আগামী সপ্তাহের মধ্যেই নির্দেশ কার্যকর করতে হবে।