Youtube দেখে অস্ত্রোপচার, একাধিক শিরা কেটে ফেললেন মদ্যপ ডাক্তার! উত্তরপ্রদেশে মৃত্যু মহিলার
প্রতিদিন | ১১ ডিসেম্বর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মামা-ভাগ্নের প্রতারণা। অবৈধ ক্লিনিক চালাতেন মামা। আর নকল ডাক্তার সেজে চিকিৎসা করতেন ভাগ্নে। কোনও রকম লাইসেন্স ছাড়াই অবৈধ ভাবে চলছিল এই অবৈধ ক্লিনিক। আর সেখানেই চিকিৎসা করাতে এসে প্রাণ গেল এক মহিলার। ঘটনাটি উত্তরপ্রদেশের কোঠি থানা এলাকায় ঘটেছে। পুলিশ সূত্রে এমনটাই জানা গিয়েছে।
তেজবাহাদুর রাওয়াতের স্ত্রী মুনিশ্রা রাওয়াত কিডনিতে পাথরের অসুখে ভুগছিলেন। ৫ ডিসেম্বর তার স্বামী তাকে কোঠির শ্রী দামোদর ঔষধালয়ে নিয়ে যান। ক্লিনিকের পরিচালক জ্ঞান প্রকাশ মিশ্র এ দিন রোগীকে পেট ব্যথার দরুণ অস্ত্রোপচারের পরামর্শ দেন। পঁচিশ হাজার টাকা আনুমানিক খরচের কথা বলেন। পুলিশ সূত্রে খবর, রোগীর পরিবার অপারেশনের আগে কুড়ি হাজার টাকা জমা দেন। মৃত মহিলার স্বামী অভিযোগ করেন, অপারেশনের আগে জ্ঞান প্রকাশ মিশ্র মদ্যপ অবস্থায় ছিলেন। তাছাড়া তিনি ইউটিউব ভিডিও দেখে অপারেশন করেন বলেও অভিযোগ উঠেছে। আর এই পুরো ঘটনায় সঙ্গ দিয়েছে জ্ঞান প্রকাশের ভাগ্নে বিবেক কুমার মিশ্র। মৃতার পরিবারের অভিযোগ, অপারেশন চলাকালীন ওই মহিলার পেটে গভীর ক্ষত তৈরি হয়। কাটা পড়ে কয়েকটি শিরা। যার ফলে পরের দিন সন্ধ্যা ৬টা নাগাদ তিনি মারা যান। এই ঘটনার পর থেকেই দুই অভিযুক্ত পলাতক।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত দুজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ইতিমধ্যেই সেই অবৈধ ক্লিনিক সিল করার নির্দেশ দিয়েছেন কোঠি কমিউনিটি হেলথ সেন্টারের সুপারিটেনডেন্ট। ক্লিনিক অপারেটর ও তার ভাগ্নের বিরুদ্ধে ইতিমধ্যেই মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি ১৯৮৯ সালের এসসি/এসটি আইনের অধীনেও মামলা দায়ের করা হয়েছে।