• ‘স্বরাষ্ট্রমন্ত্রীর দু’চোখ ভয়ংকর’! শাহকে বিঁধে মমতার পরামর্শ, বিএসএফের ধারেকাছে যাবেন না
    প্রতিদিন | ১১ ডিসেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অমিত শাহের অঙ্গুলিহেলনেই রোহিঙ্গা-বাংলাদেশি সন্দেহে বাংলাভাষীদের ওপারে পুশব্যাক করা হচ্ছে! এমনই অভিযোগ তুলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বিঁধলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। স্বরাষ্ট্রমন্ত্রীর দু’চোখ ভয়ংকর বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশিই সীমান্তে বিএসএফের ধারেকাছে না যেতেও অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত, সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ শাহের মন্ত্রকেরই অধীনে।

    বৃহস্পতিবার কৃষ্ণনগরে মমতার সভা ছিল। ওই সভা থেকেই ভিনরাজ্যে বাংলাভাষীদের উপর হেনস্থার অভিযোগ নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী। রোহিঙ্গা-বাংলাদেশি সন্দেহে বাংলার বাসিন্দাদের পুশব্যাক করা নিয়ে আক্রমণ করেছেন শাহকে (Amit Shah)। মমতা বলেন, “বাংলা থেকে কাউকে তাড়ালে কী করে ফিরিয়ে আনতে হয় আমরা জানি। বাংলা থেকে কাউকে তাড়াতে দেব না।” এর পরেই শাহের উদ্দেশে বলেন, আমাদের দেশে একজন স্বরাষ্ট্রমন্ত্রী আছেন। উনি ভয়ঙ্কর। এমন কোনও কাজ নেই, উনি পারেন না। ওঁর দু-চোখ দেখলেই বোঝা যায় ভয়াবহ। এক চোখে দুর্যোধন ও অপর চোখে দুঃশাসন।”

    ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে নির্বাচন কমিশনকেও বিঁধেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “বিজেপির আইটি সেলের তৈরি করা তালিকা দিয়ে ভোট করাবেন? যা ইচ্ছে করুন, কিছু করতে পারবেন না।” বৈধ ভোটারের নাম গেলে ধর্নায় বসবেন বলে হুঁশিয়ারিও দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “বলছে দেড় কোটি লোকের নাম বাদ দিতে হবে। কারও নাম বাদ দিলে ধর্না দিয়ে বসে থাকব। যত ক্ষণ না নাম না-তুলবে তত ক্ষণ ধর্না দেবেন।” মমতা জানান, এসআইআর নিয়ে বিজেপি সবরকম চেষ্টা করছে। কিন্তু কোনও ফল হবে না। মুখ্যমন্ত্রী বলেন, “বিহার পারেনি, বাংলা পারবে।”
  • Link to this news (প্রতিদিন)