‘বাংলার দত্তক সন্তান হতে চাই’, SIR আবহে আর্জি রাজ্যপাল বোসের
প্রতিদিন | ১১ ডিসেম্বর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যে প্রথম দফার এসআইআর-এর কাজ শেষ। এনুমারেশন ফর্ম দেওয়ার বৃহস্পতিবার ছিল শেষ দিন। ঠিক এদিনই বাংলার ভোটার হওয়ার আর্জি জানালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। লোকভবনে আসা বিএলও এবং সুপারভাইজারদের কাছে আবেদনপত্র জমা দিলেন তিনি।
জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে চৌরঙ্গী বিধানসভার ১৬২-র ৩৮ নম্বর পার্টের ৪৫ নম্বর ওয়ার্ডের বিএলও গৌরাঙ্গ মালাকার রাজ্যপালের কাছে যান। তাঁর সঙ্গে ছিলেন অশোক তিওয়ারি এবং জয়ন্ত ঘোষ নামে দুই সুপারভাইজার। রাজ্যপালকে আগে দিয়ে যাওয়া এনুমারেশন ফর্ম জমা নিতে এসেছেন বলেই জানান বিএলও। তাঁদের কাছে ভোটার হওয়ার আর্জি জানিয়ে আবেদনপত্র জমা দেন। রাজ্যপাল বলেন, “এই বাংলার দত্তক সন্তান হতে চাই। রবীন্দ্রনাথ যে হাওয়ায় নিঃশ্বাস নিয়েছিলেন, সেই বাংলায় আমি ভোটার হতে চাই। আমার পদবী বোস। নেতাজি সুভাষচন্দ্র এবং বোস আমি মানসিক, সাংস্কৃতিকভাবে বাংলার সঙ্গে যুক্ত থাকতে চাই।”
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]