• উচ্চ মাধ্যমিকে প্রশ্ন পড়তে ১০ মিনিট বাড়তি সময়, প্রস্তাব সংসদের
    প্রতিদিন | ১১ ডিসেম্বর ২০২৫
  • স্টাফ রিপোর্টার: নতুন পদ্ধতিতে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পদ্ধতি বদলের জেরে নিয়মবিধি পরিবর্তনের অনিবার্যতা মেনে উচ্চ মাধ্যমিকের (HS Exam) তৃতীয় ও চতুর্থ সেমেস্টারে (চূড়ান্ত পর্যায়ের পরীক্ষা) পরীক্ষার্থীদের অতিরিক্ত ১০ মিনিট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। প্রশ্নপত্র পড়ার জন্য এই বাড়তি সময় পাবেন পরীক্ষার্থীরা। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত কার্যকর হবে বিকাশ ভবনের সবুজ সংকেত মিললেই। বিকাশ ভবনে প্রস্তাব পাঠানো হয়েছে।

    উচ্চ মাধ্যমিকের (HS Exam) চতুর্থ সেমেস্টার ২০২৬-এর ১২ ফেব্রুয়ারি থেকে ২৭ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত হবে। উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমেস্টারের পরীক্ষা চলবে ১২ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি দুপুর ১টা থেকে সওয়া দুটো পর্যন্ত। পুরানো পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে ১২ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। বুধবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বিজ্ঞপ্তি দিয়ে এই পরীক্ষাসূচি জানিয়েছে। চূড়ান্ত সেমেস্টারে প্রশ্নের ব্যাখ্যামূলক উত্তর দিতে হবে। ৯টা ৫০ মিনিটে প্রশ্নপত্র হাতে পাবেন পরীক্ষার্থীরা। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, “পরীক্ষার সময় নির্দিষ্ট রেখে ছাত্রছাত্রীদের সুবিধার্থে প্রশ্নপত্র দেওয়া হবে ১০ মিনিট আগে। যাতে প্রশ্ন পড়ে উত্তর দেওয়ার সময় পায় পড়ুয়ারা।”

    যদিও প্রশ্নপত্র পড়ার জন্য নয়, পরীক্ষায় লেখার সময় বাড়ানোর দাবি ছিল ছাত্রছাত্রীদের। সম্প্রতি শেষ হওয়া উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমেস্টারে বেশ কিছু বিষয়ের পরীক্ষায় সময়ের অভাব হওয়ার অভিযোগ করেছিল পড়ুয়ারা। মূলত হিসাবশাস্ত্র, রসায়ন ও অঙ্ক পরীক্ষাতেই সমস্যায় পড়েছিল তারা। দাবি উঠেছিল, কিছু বিষয়ে অতিরিক্ত সময় দিতে হবে। এহেন পরিপ্রেক্ষিতে পরীক্ষার সময় না বাড়িয়ে প্রশ্নপত্র পাঠে অতিরিক্ত সময় দেওয়া নিয়ে ক্ষোভ রয়েছে পড়য়া ও শিক্ষক মহলে।

    এ ব্যাপারে এবারের চূড়ান্ত পর্যায়ের পরীক্ষার্থী ছাত্র অভীক দত্ত বলেন, “আগের পদ্ধতিতে প্রশ্নপত্র পড়ার জন্য ১০ মিনিট সময় দেওয়া হত। নতুন আর কী! আমরা যারা বিজ্ঞানের ছাত্র, তাদের মাত্র ২ ঘণ্টায় সব অঙ্কের সমাধান করতে অসুবিধা হয়। তৃতীয় সেমেস্টারে এই সমস্যায় পড়েছিলাম। পরীক্ষার সময় বাড়ালে ভালো হত। সংসদের দেখা দরকার।” একই মত রসায়নের শিক্ষক অশোক ভট্টাচার্যর। তিনি বলছেন, “এই ১০ মিনিট পরীক্ষায় দিলে ভালো হত। তাতে পরীক্ষার্থীদের সুরাহা হত।” উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানা গিয়েছে, পরীক্ষার সময়ে কোনও পরিবর্তন হচ্ছে না। তৃতীয় সেমেস্টার ১ ঘণ্টা ১৫ মিনিট ও চতুর্থ সেমেস্টার দু’ঘণ্টা হবে। পুরনো পরীক্ষার্থী অর্থাৎ পুরনো পদ্ধতি মেনে যাঁরা পরীক্ষা দেবেন, তাঁদের ক্ষেত্রেও কোনও নিয়ম পরিবর্তন হচ্ছে না।
  • Link to this news (প্রতিদিন)