• বি.এড কলেজে উদ্ধার কর্মীর ঝুলন্ত দেহ, শোরগোল বালুরঘাটে
    এই সময় | ১২ ডিসেম্বর ২০২৫
  • কলেজের ভিতর থেকে উদ্ধার হলো ওই কলেজেরই কর্মীর ঝুলন্ত দেহ। বৃহস্পতিবার দুপুরে এই ঘটনায় তুমুল চাঞ্চল্য তৈরি হয়েছে বালুরঘাট বি.এড কলেজে। মৃতের নাম গোপাল চক্রবর্তী। কলেজ সূত্রের খবর, বি.এড কলেজের তিনতলার একটি ঘর থেকে ওই কর্মীর দেহ উদ্ধার হয়। কলেজেরই এক সাফাই কর্মী ঘর পরিষ্কার করতে গিয়ে প্রথম দেহটি দেখতে পান। মঙ্গলপুরের বাসিন্দা গোপাল এ দিন কলেজে পৌঁছনোর কয়েক ঘণ্টার মধ্যেই তাঁর মৃত্যুসংবাদ আসে পরিবারের কাছে। আত্মহত্যার অভিযোগ উড়িয়ে পরিবারের দাবি, গোপাল কোনও সমস্যার মধ্যে ছিলেন না। কয়েকদিন আগেই হার্টের অপারেশন সেরে স্বাভাবিক জীবনে ফিরেছিলেন গোপাল, তিনি কেন আত্মহত্যা করবেন, সেই প্রশ্ন তুলেছে পরিবার।

    মৃতের আত্মীয়া পৌষালি মজুমদার এবং সুকুমার গোস্বামীর অভিযোগ, ‘এই মৃত্যুর পিছনে কিছু লুকোনো আছে।’ তাঁদের দাবি, ঘটনাস্থলে বেশ কিছু ‘অস্বাভাবিক’ বিষয় নজরে এসেছে। পরিবারের ক্ষোভ আরও বেড়েছে অধ্যক্ষ ববি মহন্তের ভূমিকা ঘিরে। মৃত্যুর পরপরই তাঁর সঙ্গে দেখা করতে গেলে অধ্যক্ষ নাকি সামনে আসেননি।

    এ দিন ঘটনার খবর পেয়ে বালুরঘাট থানার পুলিশ কলেজে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যার ইঙ্গিত মিললেও পরিবারের সন্দেহ করছে এই মৃত্যুর পিছনে অন্য কোনও রহস্য লুকিয়ে রয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পরিবারের অভিযোগকে গুরুত্ব দিয়ে শুরু হয়েছে ঘটনার তদন্ত। পরিবারের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার সৎকারের পরে লিখিত অভিযোগ দায়ের করা হবে।

    কলেজের মতো জায়গায় কী ভাবে এমন ঘটনা ঘটল? তা নিয়ে প্রশ্ন উঠছে। এই প্রশ্নে তোলপাড় এখন বালুরঘাট বি.এড কলেজ। এই ঘটনা নিয়ে কথা বলার জন্য বালুরঘাট বি এড কলেজ অধ্যক্ষ ববি মহন্তকে একাধিকবার ফোন করা হলেও তাঁর ফোন বেজে গিয়েছে।

  • Link to this news (এই সময়)