• গোয়ার নৈশক্লাবে অগ্নিকাণ্ড: আগাম জামিন পেলেন না মালিক লুথরা ভাইয়েরা, দেশে ফিরলেই গ্রেপ্তার?
    প্রতিদিন | ১২ ডিসেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোয়ার নৈশক্লাবের মালিক সৌরভ এবং গৌরব লুথরার কথা শুনল না দিল্লির আদালত। মঞ্জুর হল না আগাম জামিনের আবেদনও। থাইল্যান্ডের ফুকেতে দুই ভাই আগেই আটক হয়েছে। এখন তাঁদের দেশে ফেরানোর প্রস্তুতি চলছে। দিল্লির আবেদন তাঁদের আগাম জামিনের আবেদন খারিজ করে দেওয়ায় অনুমান, দেশে ফিরলেই তাঁদের গ্রেপ্তার করতে পারে পুলিশ।

    নৈশক্লাবে অগ্নিকাণ্ডের ঘটনার পরেই থাইল্যান্ডে চলে গিয়েছিলেন লুথরা ভাইয়েরা। বৃহস্পতিবার সেখানে তাঁরা আটক হন। গোয়ার পুলিশের কাছেও খবর আসে। এর পরেই পুলিশের একটি দল থাইল্যান্ডে যান। এ সবের মধ্যেই আইনজীবীর মারফত দিল্লির আদালতের দ্বারস্থ হয়েছিলেন লুথরা ভাইয়েরা। আদালতে তাঁদের আইনজীবী দাবি, দুই ভাইই ব্যবসায়ী। এমন নয় যে, তাঁরা পাঁচ হাজার কোটি টাকা লুট করে পালিয়েছেন। পাল্টা তাঁদের আগাম জামিনের বিরোধিতা করে সরকারি আইনজীবী দাবি করেন, দুই ভাই থাইল্যান্ডে ব্যবসার খোলার পরিকল্পনা করেছিলেন। নৈশক্লাবে অগ্নিকাণ্ডে ২৫ জনের মৃত্যু প্রসঙ্গেও লুথরাদের আইনজীবী দাবি করেন, এটি খুনের কোনও ঘটনা নয়। গাফিলতির কারণেই মৃত্যু হয়েছে তাঁদের। কিন্তু এ ক্ষেত্রে ফৌজদারি মামলা এবং ‘ইচ্ছাকৃত’ ঘটনা বলে উল্লেখ করা হয়েছে। সমাজমাধ্যমে ক্রমাগত তাঁদের খুনের হুমকি দেওয়া হচ্ছে। লুথরা ভাইদের পুড়িয়ে মারার হুমকি দেওয়া হচ্ছে। কোনও রকম নোটিস ছাড়াই গোয়ায় লুথরাদের সম্পত্তি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। যদিও এই যুক্তি মানতে চাননি বিচারক।

    প্রসঙ্গত, গোয়ার ঘটনায় পুলিশ জানিয়েছে, অগ্নিকাণ্ডের দিন দিল্লিতেই ছিলেন সৌরভ এবং গৌরব। রবিবার ভোর ৫টায় ইন্ডিগোর বিমান ধরে তাইল্যান্ডের ফুকেতে পালিয়ে যান। তাঁদের বিরুদ্ধে গোয়া পুলিশ লুকআউট সার্কুলার জারি করে। যখন জানতে পারা যায়, লুথরা ভাইয়েরা ফুকেতে রয়েছেন, তখন গোয়া পুলিশ সিবিআইয়ের দ্বারস্থ হয়। সিবিআই তখন ইন্টারপোলের সঙ্গে যোগাযোগ করে। ইন্টারপোলের কাছে অনুরোধ করা হয় লুথরা ভাইদের বিরুদ্ধে ব্লু কর্নার নোটিস জারি করতে। তাঁদের বিরুদ্ধে ব্লু কর্নার নোটিস জারি করে ইন্টারপোল। অগ্নিকাণ্ডের ঘটনার পাঁচ দিন পর ফুকেত থেকে বৃহস্পতিবার লুথরা ভাইদের আটক করে সে দেশের পুলিশ। পলাতক লুথরা ভাইদের পাসপোর্ট বাতিল করতে চেয়ে বুধবার কেন্দ্রের দ্বারস্থ হয়েছিল গোয়া সরকার। সেই মতো বুধবার রাতে সৌরভ ও গৌরবের পাসপোর্ট সাময়িক ভাবে বাতিল করে দেওয়া হয়। ফলে তাইল্যান্ড ছেড়ে অন্যত্র পালানোর কোনও উপায় ছিল না লুথরা ভাইদের।
  • Link to this news (প্রতিদিন)