দু’সপ্তাহে আর জি করেই পোস্টিং দিতে হবে অনিকেতকে, নির্দেশ সুপ্রিম কোর্টের
বর্তমান | ১২ ডিসেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রায়গঞ্জ নয়, অনিকেত মাহাতকে পোস্টিং দিতে হবে আর জি কর হাসপাতালেই। দু’সপ্তাহের মধ্যে। কলকাতা হাইকোর্টের নির্দেশ বহাল রেখে বৃহস্পতিবার এমনই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। মামলার শুনানিতে রাজ্য সরকারের আইনজীবী কপিল সিবালের উদ্দেশে বিচারপতি জে মাহেশ্বরী এবং বিচারপতি বিজয় বিষ্ণোইয়ের বেঞ্চের প্রশ্ন, ‘অন্যদের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (এসওপি) মেনে তালিকা তৈরি হলেও অনিকেতের বেলায় ব্যতিক্রম কেন?’ জবাবে সিবালের যুক্তি, ‘একজন সরকারি কর্মী বা চিকিৎসক, নিজের পছন্দমতো জায়গা বেছে নিতে পারেন না।’ সুপ্রিম কোর্ট পালটা প্রশ্ন করে, ‘কিন্তু মেধার ভিত্তিতে তো পোস্টিং হবে?’ এর কোনও উত্তর দিতে পারেনি রাজ্য। তাই শীর্ষ আদালত জানিয়ে দেয়, রায়গঞ্জ নয়, অনিকেতকে পোস্টিং হবে আর জি করেই।
আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাতোকে গত মে মাসে রায়গঞ্জ মেডিকেল কলেজে পোস্টিং দেয় স্বাস্থ্যদপ্তর। অনিকেতের অভিযোগ, এই সিদ্ধান্ত উদ্দেশ্যপ্রণোদিত। তিনি পোস্টিং নেননি। কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন। সেখানে তাঁর জয় হয়। সেই নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আসে রাজ্য। এদিন সেই মামলার শুনানিতে হাইকোর্টের নির্দেশই বহাল রাখল শীর্ষ আদালত। খারিজ করে দেওয়া হল রাজ্যের আবেদন। সুপ্রিম কোর্টে মামলার এই পরিণতি দেখে আদালতেই হালকা চালে কপিল সিবাল বলেন, ‘আগেই জানতাম এরকম হবে।’ আর এই মন্তব্য শুনে বিচারপতি জে মাহেশ্বরীও পালটা বলেন, ‘মিস্টার সিবাল আপনি কি অ্যাস্ট্রোলজিও জানেন নাকি?’ সিবাল হাসতে হাসতে বলেন, ‘এর জন্য অ্যাস্ট্রোলজি জানতে হয় না মাই লর্ড। অভিজ্ঞতাই যথেষ্ট।’