• গোয়ার নাইটক্লাবে অগ্নিকাণ্ড: থাইল্যান্ডে আটক মালিক সৌরভ-গৌরব, দিল্লির কোর্টে খারিজ আগাম জামিনের আর্জি
    বর্তমান | ১২ ডিসেম্বর ২০২৫
  • নয়াদিল্লি: গোয়ায় নাইটক্লাবে অগ্নিকাণ্ডের ঘটনায় বিদেশে আটক দুই মালিক সৌরভ ও গৌরভ লুথরা। থাইল্যান্ডের ফুকেতে তাঁদের ধরা হয়েছে। অগ্নিকাণ্ডে ২৫ জনের মৃত্যুর খবর পেতেই দিল্লি থেকে ইন্ডিগোর বিমান ধরে থাইল্যান্ডে চলে যান তাঁরা। দুই অভিযুক্তের হদিশ পেতে ইন্টারপোলের ব্লু-কর্নার নোটিশ জারি হয়েছিল। এর ভিত্তিতেই তাঁদের আটক করে থাইল্যান্ড পুলিশ। পাসপোর্ট সহ লুথরা ভাইদের হাতকড়া পড়া ছবিও সামনে এসেছে। তাঁদের দেশে ফেরাতে গোয়া পুলিশের একটি টিম ফুকেত গিয়েছে বলে খবর।

    এদিকে, ভারতে গ্রেফতারি এড়াতে আগাম জামিনের আর্জি জানিয়েছিলেন নাইটক্লাবের ওই দুই মালিক। বৃহস্পতিবার দু’দফায় শুনানির পর তাঁদের আর্জি খারিজ করে দিয়েছে দিল্লির আদালত। দিল্লির রোহিনী আদালতে অভিযুক্তদের আইনজীবী জানান, সৌরভ ও গৌরব আর পাঁচজনের মতোই সাধারণ মানুষ। বহু মানুষকে কাজের সুযোগ করে দিয়েছেন। ঘটনার সময় তাঁর দেশ থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে ছিলেন। এরপরই লুথরা ভাইদের আইনজীবী বলেন, সৌরভ-গৌরব দু’জনেই ব্যবসায়ী। ৫ হাজার কোটি প্রতারণা করে পালিয়ে যাওয়া কোনও ব্যক্তি নন। তাঁরা থাইল্যান্ডেও ব্যবসা শুরু পরিকল্পনা করেছেন। সেকারণেই ফুকেত যাওয়া। এই যুক্তিগুলির বিরোধিতা করে গোয়া পুলিস কোর্টে জানিয়েছে, তদন্তে কোনও সহযোগিতাই করছেন না লুথরা ভাইয়েরা। প্রশাসনকে ভুল পথে চালিত করেছেন। দেশ ছাড়া নিয়ে বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন। তাছাড়া, থাইল্যান্ডে তাঁদের কোনও ব্যবসাও নেই। এমনকী ফুকেত যাওয়ার দিন নিয়েও তাঁরা মিথ্যা তথ্য দিয়েছেন। দুই ভাই ৭ ডিসেম্বর অর্থাৎ ঘটনার পরদিন দেশ ছেড়েছিলেন। কিন্তু, ৬ তারিখ রাতেই তাঁরা বিমান ধরেন বলে দাবি করেছেন। এদিকে, গোয়ার একটি আদালত এদিন নাইট ক্লাবটির অংশীদার অজয় গুপ্তার সাত দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছে। বুধবার রাতে তাঁকে দিল্লি থেকে গোয়ায় নিয়ে আসা হয়। 
  • Link to this news (বর্তমান)