• এবার ৫ রাজ্য ও আন্দামানে এসআইআরের সময়সীমা বৃদ্ধি, বাদ পশ্চিমবঙ্গ
    বর্তমান | ১২ ডিসেম্বর ২০২৫
  • নয়াদিল্লি: ফের একবার এসআইআর প্রক্রিয়ায় সময়সীমা বাড়াল নির্বাচন কমিশন। তালিকায় রয়েছে পাঁচটি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চল। ভোটার লিস্টে সংশোধন প্রক্রিয়া চললেও পশ্চিমবঙ্গকে বাড়তি সময় দেওয়া হয়নি। কমিশন জানিয়েছেন, তামিলনাড়ু, গুজরাত, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ এবং আন্দামান ও নিকোবরের জন্য সময়সীমা বৃদ্ধি করা হচ্ছে। কিন্তু, গোয়া, গুজরাত, লাক্ষাদ্বীপ, রাজস্থান ও পশ্চিমবঙ্গে ইনিউমারেশনের কাজ বৃহস্পতিবারই শেষ হয়েছে। আগামী ১৬ ডিসেম্বর এই চার রাজ্যে খসড়া তালিকা প্রকাশ করবে কমিশন। 

    নতুন বিজ্ঞপ্তি অনুসারে, তামিলনাড়ু ও গুজরাতে ইনিউমারেশনের কাজ শেষ হবে ১৪ ডিসেম্বর। মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, আন্দামান ও নিকোবরে এই প্রক্রিয়া চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত। যোগীরাজ্যে সময় আরও আটদিন বৃদ্ধি করেছে কমিশন। অর্থাৎ তা চলবে ২৬ ডিসেম্বর পর্যন্ত। সেইমতো খসড়া তালিকা প্রকাশও পিছিয়ে দেওয়া হয়েছে। তথ্যাভিজ্ঞ মহলের মতে, এসআইআর প্রক্রিয়া নিয়ে কমিশনের বিরুদ্ধে বারবার তাড়াহুড়ো অভিযোগ উঠেছে। কাজের চাপে অসুস্থ হয়ে পড়েছেন একাধিক বিএলও। অনেকে আত্মহত্যার পথও বেছে নিয়েছেন। ভোটার তালিকা সংশোধনের জন্য অত্যন্ত কম সময় দেওয়ায় কমিশনকে তোপ দেগেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। সরব হয় অন্যান্য বিরোধী দলও। চাপে পড়ে কমিশন সময়সীমা বৃদ্ধি করলেও তালিকা থেকে বাদ গেল বাংলার নাম। 
  • Link to this news (বর্তমান)