• একশো দিনের কাজে বকেয়া ইস্যুতে সংসদের ভিতর ও বাইরে সরব তৃণমূল
    বর্তমান | ১২ ডিসেম্বর ২০২৫
  • সন্দীপ স্বর্ণকার, নয়াদিল্লি: বাংলার প্রতি বিজেপির জমিদারি মানসিকতা চলবে না। বৃহস্পতিবার সংসদের অন্দরে এভাবেই মোদি সরকারের বিরুদ্ধে আক্রমণের সুর চড়াল তৃণমূল। বাংলার প্রাপ্য বকেয়া নিয়ে মোদি সরকারকে কোনঠাসা করতে সংসদে তৃণমূলের নতুন স্ট্র্যাটেজি। সংসদের বাইরে মৌন প্রতিবাদ। অন্দরে সরব। বিভিন্ন প্রকল্পে সব মিলিয়ে দু’ লক্ষ কোটি টাকা পাওনা বলে তৃণমূলের দাবি। যার মধ্যে ১০০ দিনের কাজের বকেয়ার বিষয়টিকে সামনে রেখেই সবচেয়ে বেশি সোচ্চার মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। তাই যতদিন না ১০০ দিনের কাজে বাংলার গরিবের বকেয়া মেটাবে মোদি সরকার, ততদিন লাগাতার চাপ বজায় রাখা হবে। সেই মতো বৃহস্পতিবার সকালে সংবিধান সদন এবং সংসদ ভবনের মধ্যের প্রাঙ্গনজুড়ে তৃণমূল সাংসদরা দেখালেন বিক্ষোভ। হল ধরনা। পোস্টার হাতে প্রতিবাদ। যেখানে লেখা, ‘লক্ষ মানুষ, প্রশ্ন একটাই। আমাদের প্রাপ্য অর্থ কোথায়? বিজেপি পরিকল্পিতভাবে বাংলাকে বঞ্চনা করছে।’ 

    বাংলা, হিন্দি এবং ইংরেজিতে লেখা ওই পোস্টার হাতে দৃষ্টি আকর্ষণ করলেন তৃণমূলের ২৪ সাংসদ। লোকসভা-রাজ্যসভা মিলিয়ে তৃণমূলের মোট সাংসদ ৪১ জন। তবে অনেকেই নানা কারণে অনুপস্থিত। চিকিৎসার কারণে দেশের বাইরে তৃণমূলের লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে বিদেশে বসেই সংসদে দলের স্ট্র্যাটেজি ঠিক করে দিচ্ছেন।  কে কী প্রশ্ন করবেন, তাও ঠিক করে দেওয়া হচ্ছে। সেই মতো লড়ে যাচ্ছেন দলীয় সাংসদরা। সংসদ চত্বরে সামান্য সময়ের ধর্নার পর এদিন লোকসভার অন্দরে অপেক্ষা। কখন আসবে জিরো আওয়ার। 

    যে সময়টা সাংসদরা যে যার এলাকার সমস্যার কথা উত্থাপন করে কেন্দ্রীয় সরকার তথা সংসদের দৃষ্টি আকর্ষণ করেন। লটারির মাধ্যমে সাংসদরা পান সুযোগ। তাই এদিন সুযোগ মিলতেই মনরেগা ইস্যুতে লোকসভায় সরকারকে আক্রমণ করলেন সৌগত রায় এবং মিতালি বাগ। সৌগতবাবু বলেন, বাংলার সঙ্গে বিমাতৃসুলভ আচরণ করছে কেন্দ্র। স্রেফ মনরেগাই নয়। প্রাকৃতিক বিপর্যয়ে পাওনা ৪৩ হাজার কোটি টাকা। প্রধানমন্ত্রী আবাস যোজনায় ৬০ হাজার ১০০ কোটি, সমগ্র শিক্ষা অভিযানে ১৯ হাজার জল জীবন মিশনে আড়াই হাজার কোটি টাকা। রাজ্যকে শায়েস্তা করার অস্ত্র হিসেবে অর্থ আটকে রেখেছে কেন্দ্র। 

    অন্যদিকে, মিতালি বাগও চাঁচাছোলা একহাত নিয়েছেন কেন্দ্রকে। তিনি বলেন, ১০০ দিনের কাজে পশ্চিমবঙ্গ সারা দেশের মধ্যে সেরা ছিল।  ওই প্রকল্পেই রাজ্যের টাকা আটকে, কাজ বন্ধ করে বিজেপির জমিদারি মানসিকতা সাধারণ মানুষকে কষ্ট দিয়েছে। বাংলা বিরোধী মোদি সরকার হাইকোর্টের নির্দেশও মানছে না। ৫৯ লক্ষ গরিব মানুষের প্রাপ্য আটকে রেখেছে। শ্রমিকদের শ্রমের সম্মান দেয়নি। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লড়ছেন। লড়বেন। তাই যত দ্রুত সম্ভব বকেয়া মেটান। 
  • Link to this news (বর্তমান)