• বাণিজ্য, জ্বালানি, প্রতিরক্ষা সহ বিভিন্ন ইস্যুতে ফোনে কথা বললেন মোদি-ট্রাম্প
    বর্তমান | ১২ ডিসেম্বর ২০২৫
  • নয়াদিল্লি: ভারত-মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্কের শৈত্য কাটার ইঙ্গিত! বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনে কথা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এব্যাপারে সরকারি বিবৃতিতে বলা হয়েছে, ভারত-মার্কিন সহযোগিতার অগ্রগতি খতিয়ে দেখেছেন দুই নেতা। বাণিজ্য, প্রযুক্তি, জ্বালানি, প্রতিরক্ষা ও নিরাপত্তা সহ বিভিন্ন ইস্যুতে দুই দেশের মধ্যে সহায়তা বৃদ্ধির সামগ্রিক পরিসর নিয়ে আলোচনা হয়েছে তাঁদের মধ্যে। ঘটনাচক্রে, রুশ তেল আমদানি ও চড়া শুল্ক আরোপ ঘিরে ভারত ও আমেরিকার সম্পর্কে সম্প্রতি তীব্র সংঘাত তৈরি হয়। সেই আবহেই সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দু’দিনের দিল্লি সফর করে গিয়েছেন। এই অবস্থায় মোদি ও ট্রাম্পের এদিনের ফোনালাপ কূটনৈতিক কারণে নিশ্চিতভাবেই তাৎপর্যপূর্ণ। মোদি-ট্রাম্প ফোনালাপের আগে এদিন কেন্দ্রের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা ভি অনন্ত নাগেশ্বরণের ইঙ্গিতপূর্ণ মন্তব্য সামনে আসে। তিনি বলেন, বাণিজ্য ইস্যুতে মতান্তরের অধিকাংশ বিষয়ই আলোচনার মাধ্যমে সমাধান করে ফেলেছে ভারত ও আমেরিকা। মার্চের মধ্যে ভারত-মার্কিন দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি চূড়ান্ত না হলে আমি নিজেই ‘অবাক’ হব। 

    মোদি ও ট্রাম্প ফোনে কথা বলার পর সরকারি বিবৃতিতে জানানো হয়, বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন দুই নেতা। বিবৃতিতে বাণিজ্যের বিষয়টিকে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, দ্বিপাক্ষিক বাণিজ্যের প্রসারে বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন দুই রাষ্ট্রপ্রধান। পরে এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী মোদি লিখেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে উষ্ণ ও সৌহার্দ্যপূর্ণ কথোপকথন হয়েছে। দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি খতিয়ে দেখার পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক স্তরের বিভিন্ন ঘটনাবলি নিয়ে আলোচনা হয়েছে। 

    দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে দু’দেশের আলোচনা চলছে।  এ্যবাপারে দরকষাকষি ও স্নায়ুর লড়াইয়ের আবহেই ইতিবাচক ইঙ্গিত এসেছে মার্কিন বাণিজ্য প্রতিনিধিদলের সদস্য জেমিসন গ্রিরের তরফেও। তাঁর বক্তব্য ছিল, ভারতের কাছ থেকেই সবচেয়ে ভালো প্রস্তাব পেয়েছে আমেরিকা। আর অন্য কোনও দেশ থেকে ওয়াশিংটনের কাছে এতটা ভালো প্রস্তাব আসেনি। 
  • Link to this news (বর্তমান)