বায়ুদূষণ মাপার জন্য ভারতের নিজস্ব মানদণ্ড রয়েছে, সংসদে দাবি কেন্দ্রের
বর্তমান | ১২ ডিসেম্বর ২০২৫
নয়াদিল্লি: বিশ্বের সর্বাধিক দূষিত শহরগুলির তালিকায় প্রায়ই চোখে পড়ে নয়াদিল্লির নাম। আর তাতে মুখ পোড়ে মোদি সরকারের। যদিও সেই আন্তর্জাতিক মানদণ্ড নির্ধারণ পদ্ধতিকে বরাবরই উড়িয়ে দিয়েছে ভারত। ভরসা রাখা হয়েছে নিজস্ব বায়ুদূষণ সূচকের উপর। বৃহস্পতিবার সংসদে একথা জানিয়ে দিল কেন্দ্র। রাজ্যসভায় কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী কীর্তি বর্ধন সিং বলেন, ‘জনস্বাস্থ্য এবং পরিবেশের গুণমান রক্ষায় ১২টি দূষণ কণার পরিমাণ জানিয়ে ন্যাশনাল অ্যাম্বিয়েন্ট এয়ার কোয়ালিটি স্ট্যান্ডার্ড (এনএএকিউএস) প্রকাশ করতে শুরু করেছে সরকার। তাছাড়া স্বচ্ছ বায়ু সুরক্ষার অধীনে ১৩০টি শহরের দূষণ তালিকা প্রকাশ করা হয়। ৭ সেপ্টেম্বর জাতীয় স্বচ্ছ বায়ু দিবসে ভালো কাজের স্বীকৃতি হিসেবে শহরগুলিকে পুরস্কৃত করা হয়।’
বিভিন্ন সংস্থার পক্ষ থেকে বায়ুদূষণের নিরিখে যে তালিকা প্রকাশ করা হয়, তা কোনও বিশ্বাসযোগ্য নথি নয় বলেই জানিয়েছেন মন্ত্রী। তিনি আরও বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু)র পক্ষ থেকে বায়ুর গুণমান নির্ধারণের একটি নির্দেশিকা রয়েছে। এটি কেবল একটি উপদেশ মাত্র। ভৌগোলিক অবস্থান, পরিবেশগত অবস্থা এবং বিষয় বিবেচনা করে দেশগুলি যাতে গুণমান নির্ধারণের মাপকাঠি তৈরি করতে পারে, তার জন্যই এই নির্দেশিকা।