• সংসদে ‘নার্ভাস’ অমিত শাহ কুকথার ব্যবহার করেন, তোপ রাহুলের
    বর্তমান | ১২ ডিসেম্বর ২০২৫
  • নয়াদিল্লি: নির্বাচনী সংস্কার নিয়ে বিতর্ক চলাকালীন বুধবার দুই নেতার সম্মুখ সমর দেখেছে লোকসভা। এসআইআর ও ‘ভোটচুরি’র ইস্যুতে বিতণ্ডায় জড়িয়েছেন অমিত শাহ ও রাহুল গান্ধী। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে আক্রমণের সুর আরও চড়ালেন লোকসভার বিরোধী দলনেতা। এদিন রাহুলের তোপ, গতকাল সদনে বিতর্ক চলাকালীন অমিত শাহকে ‘বিচলিত’ দেখাচ্ছিল। তাঁর হাত কাঁপছিল। সদনে কুকথার ব্যবহার করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। যদিও আমার তোলা প্রশ্নগুলির কোনও জবাব মেলেনি। বিরোধী দলনেতার তীব্র আক্রমণের মধ্যেই অবশ্য এদিন একটি সূত্র থেকে দাবি করা হয়, গতকাল লোকসভায় সরকারের হয়ে জবাবি ভাষণ দেওয়ার সময় প্রচণ্ড জ্বর ছিল শাহের। শরীরে ১০২ ডিগ্রি তাপমাত্রা নিয়েই বক্তব্য জারি রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী। জবাবি ভাষণ দিতে আসার আগে চিকিৎসকের পরামর্শে জ্বর কমানোর ওষুধও খেয়েছিলেন শাহ।

    গতকাল লোকসভায় শাহের বক্তব্য চলার মধ্যেই তাঁর সঙ্গে বিতণ্ডায় জড়িয়েছিলেন রাহুল গান্ধী। এসআইআর ও ‘ভোটচুরি’র ইস্যুতে দুই নেতার মধ্যে তুমুল বাগযুদ্ধের সাক্ষী থাকে দেশ। সেই প্রসঙ্গ টেনেই এদিন রাহুল সাংবাদিকদের বলেন, ‘অমিত শাহজি গতকাল সংসদে খুবই নার্ভাস ছিলেন। তিনি (অমিত শাহ) কুকথার ব্যবহার করেছেন। তাঁর হাত কাঁপছিল। দেখেই বোঝা যাচ্ছিল, মানসিকভাবে প্রচণ্ড চাপে রয়েছেন। গোটা দেশ তা দেখেছে।’ আক্রমণের সুর চড়িয়ে এই কংগ্রেস সাংসদ বলেন, ‘আমি যে বিষয়গুলি নিয়ে বলেছিলাম, কোনও জবাব পাইনি। কোনও প্রমাণও পেশ করেননি তিনি। আমার সাংবাদিক বৈঠকগুলি (ভোটচুরি সংক্রান্ত) নিয়ে 
  • Link to this news (বর্তমান)