• অরুণাচল প্রদেশে খাদে পড়ল ট্রাক, মৃত অসমের ২১ শ্রমিক
    বর্তমান | ১২ ডিসেম্বর ২০২৫
  • বিশেষ সংবাদদাতা, ইটানগর: অরুণাচল প্রদেশের ভারত-চীন আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন এলাকায় ভয়াবহ দুর্ঘটনা। হাউলিয়াং-চাগলাগাম সড়কের পাশে গভীর খাদে পড়ল একটি ট্রাক। দুর্ঘটনায় অসমের তিনসুকিয়া জেলার ২১ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। কপাল জোরে প্রাণে বেঁচে যান এক শ্রমিক।

    জানা গিয়েছে, তিনসুকিয়ার গেলাপুখুরি চা বাগান থেকে ২২ জন শ্রমিক নিয়ে হাউলিয়াং-ছাগলাগামের সরু পাহাড়ি রাস্তায় যাচ্ছিল ট্রাকটি। ৮ ডিসেম্বর রাতে চাগলাগ্রাম থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে কেএম ৪০-এর কাছে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এর জেরে ২১ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। তবে একজন কোনওরকমে বেঁচে যান। এনিয়ে মৃত শ্রমিক বীরেন্দ্র কুমারের স্ত্রী জানান, সোমবার থেকেই ফোন বন্ধ ছিল। পরে খবর পেলাম ওর গাড়িটি দুর্ঘটনার কবলে পড়েছে। পুলিশ-প্রসাশনও আমাদের কিছুই জানায়নি।

    বৃহস্পতিবার গুয়াহাটির এক আধিকারিক জানান, দুর্ঘটনাস্থল চাগলাগাম থেকে অনেকটা দূরে। সেই দুর্গম এলামায় যোগাযোগ ব্যবস্থা একেবারেই সীমিত। এরইমাঝে সেনা, মেডিকেল টিম, স্থানীয় পুলিস, এনডিআরএফ ও জেলা প্রশাসনকে নিয়ে উদ্ধারকাজ চলছে। বৃহস্পতিবার সকাল ১১ টা ৫৫ মিনিট থেকে উদ্ধারকাজ শুরু হয়েছে। এখনও পর্যন্ত ১৯টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
  • Link to this news (বর্তমান)