• পিজিতে নাবালিকা ধর্ষণ মামলায় চার্জ গঠনের শুনানি ৯ জানুয়ারি
    বর্তমান | ১২ ডিসেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পিজি হাসপাতালে নাবালিকা ধর্ষণ মামলায় চার্জ গঠনের শুনানির দিন ধার্য হল আগামী ৯ জানুয়ারি। বৃহস্পতিবার আলিপুরের বিশেষ পকসো আদালতের ভারপ্রাপ্ত বিচারক চিন্ময় চট্টোপাধ্যায় ওই দিন ধার্য করেন। এই মামলায় অভিযুক্ত অমিত মল্লিক বর্তমানে প্রেসিডেন্সি জেলে আছে। এদিন তার শুনানি চলে ভার্চুয়ালে। আদালত সূত্রে জানা গিয়েছে, চলতি সপ্তাহে ধৃত অমিতের বিরুদ্ধে ৩০০ পাতার চার্জশিট দেয় কলকাতা পুলিশ। সেই নথি তাকে সরবরাহ করা হয়েছে। এদিন তার কৌঁসুলির অভিযোগ, চার্জশিটের নথির কিছু কাগজপত্র অস্পষ্ট। পরবর্তী শুনানির দিন ওই অস্পষ্ট কাগজপত্র চেয়ে আদালতের কাছে আবেদন জানানো হবে। যাতে সরকার পক্ষ দ্রুত তা সরবরাহ করে। আদালত সূত্রে জানা গিয়েছে, আগামী ৯ জানুয়ারি ফের ধৃতের জামিনের আবেদনের শুনানির দিন ধার্য হয়েছে। তবে সরকার পক্ষের বক্তব্য, আমরা আদালতে ধৃতের জামিনের জোরালো বিরোধিতা করব।
  • Link to this news (বর্তমান)