• ২৭ কোটির জালিয়াতি, মুম্বই থেকে গ্রেফতার বেসরকারি সংস্থার কর্ণধার
    বর্তমান | ১২ ডিসেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অল্প সময়ে মোটা টাকা রিটার্নের টোপ দিয়ে ২৭ কোটি টাকা জালিয়াতির অভিযোগে এক বেসরকারি সংস্থার কর্ণধারকে মুম্বই থেকে গ্রেফতার করল লালবাজার। ধৃত বিজয়তুলসী রামকোটের বিরুদ্ধে অভিযোগ, সে জালিয়াতির টাকা যে কো-অপারেটিভে রেখেছিল, তার চালিকাশক্তি ছিল সে নিজেই। ওই টাকায় কলকাতায় ফ্ল্যাট কিনেছিল রামকোট। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে তাকে মহারাষ্ট্র থেকে গ্রেফতার করে ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসা হয়।

    লালবাজার সূত্রে খবর, কলকাতার একটি কোম্পানিকে সে প্রস্তাব দেয়, তার সংস্থায় টাকা বিনিয়োগ করলে অল্প সময়ে দ্বিগুণ রিটার্ন পাবে। এই টোপ গিলে কলকাতার ওই কোম্পানি জুলাই ও আগস্ট মাসে সব মিলিয়ে ২৭ কোটি টাকা বিনিয়োগ করে। প্রতিশ্রুতিমতো নভেম্বরে টাকা না পাওয়ায় কলকাতার ওই কোম্পানি যোগাযোগ করে রামকোটের সঙ্গে। কিন্তু বিভিন্ন অজুহাতে ঘোরানো শুরু হয়। টাকা না পেয়ে বউবাজার থানায় লিখিত অভিযোগ করে কলকাতার সংস্থাটি। পরে তদন্তভার হাতে নেয় লালবাজার। তারা তদন্তে নেমে জানতে পারে, বিজয়তুলসীর একটি কো-অপারেটিভ রয়েছে। সেখানে নিজের নামে ১৫ কোটি টাকা বিনিয়োগ করে সে। বাকি টাকায় ফ্ল্যাট কেনে। এই তথ্য হাতে আসার পরই তাকে মহারাষ্ট্র থেকে গ্রেফতার করা হয়। প্রতারণার টাকায় কেনা সম্পত্তি অ্যাটাচমেন্ট করার জন্য আদালতের কাছে আবেদন জানিয়েছেন তদন্তকারীরা।
  • Link to this news (বর্তমান)