• ‘সিনেমাকেও হার মানাবে’
    বর্তমান | ১২ ডিসেম্বর ২০২৫
  • সুজয় মণ্ডল, সন্দেশখালি: বুধবার সকালে সন্দেশখালিতে গাড়ি দুর্ঘটনা নিয়ে চর্চা চলছে রাজ্যজুড়ে। তবে এই দুর্ঘটনা যেন বলিউডের চিত্রনাট্যকেও হার মানায়, বলছেন স্থানীয়রা। দুর্ঘটনার বিভিন্ন মুহূর্তের ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

    ভোলানাথ ঘোষ ও তাঁর ছোট ছেলে একটি ধর্ষণ মামলার শুনানিতে অংশ নিতে আদালতে যাচ্ছিলেন। সেই মামলায় একমাত্র সাক্ষী ভোলানাথবাবুর ছোট ছেলে। সন্দেশখালির একদা ‘বেতাজ বাদশা’ শেখ শাহজাহানের বিরুদ্ধেই ছিল সেই অভিযোগ। বুধবার সকাল ১০টা নাগাদ বাসন্তী হাইওয়ের উপর বয়ারমারি পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় ভোলানাথবাবুর চারচাকার সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে মৃত্যু হয় ছেলে এবং চালকের। এটি কি নিছক দুর্ঘটনা, নাকি এর পিছনে রয়েছে গভীর ষড়যন্ত্র? চায়ের দোকানে কান পাতলেই শোনা যাচ্ছে এ নিয়ে নানা প্রশ্ন। অনেকেই বলছেন, এ যেন হিন্দি সিনেমার চিত্রপট। স্থানীয় পুলিশ দুর্ঘটনাস্থল ঘিরে দিয়েছে। নিত্যযাত্রী থেকে শুরু করে ওই রাস্তা দিয়ে যে সব গাড়ি চলাচল করছে, তাঁরা একবার হলেও উঁকি দিয়েছেন ঘটনাস্থলে। সবার মুখে একটাই কথা, সন্দেশখালির গাড়ি দুর্ঘটনা হিন্দি সিনেমাকে হার মানাবে। এই বিষয়ে স্থানীয় বাসিন্দা রবি কাহার ও সত্যজিৎ সামন্তর বক্তব্য, একসময় শোনা যেত উত্তরপ্রদেশ বা বিহারের কুখ্যাত দুষ্কৃতীরা জেলে বসেই তাদের সাম্রাজ্য পরিচালনা করত। এখন এখানে তা প্রত্যক্ষ করছি। সন্দেশখালির ভয়াবহ পথ দুর্ঘটনার নেপথ্যে কি তাহলে জেলবন্দি শেখ শাহজাহান? এমনই ইঙ্গিত স্থানীয়দের কথায়। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন, নিরীহ মানুষদের একাধিক জমি গায়ের জোরে কেড়ে নিয়েছে শেখ শাহজাহানের বাহিনী। প্রশাসন সব দেখেও নীরব দর্শকের ভূমিকা পালন করেছে।
  • Link to this news (বর্তমান)