নিজস্ব প্রতিনিধি, বারাসত: ১৫ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত ৪১তম রাজ্য ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। কিন্তু অভিযোগ, পর্ষদের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে বয়সের মাপকাঠিতে এবার ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না পঞ্চম শ্রেণির পড়ুয়ারা। জানা গিয়েছে, এখন প্রাথমিক বিদ্যালয়ে হয় পঞ্চম শ্রেণির ক্লাস। জেলার প্রাথমিক বিদ্যালয়ের চক্রস্তরের ক্রীড়া প্রতিযোগিতা শুরু হবে ১৫ ডিসেম্বর থেকে। এখানে বিভিন্ন বিভাগ থেকে প্রথম স্থানাধিকারীদের নিয়ে প্রতিযোগিতা হবে মহকুমা স্তরে। চলবে ২৩ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত। মহকুমাস্তরে প্রথম ও দ্বিতীয় স্থানাধিকারীদের নিয়ে হবে জেলাস্তরের প্রতিযোগিতা। উত্তর ২৪ পরগনা জেলায় সেটি হবে ২৯ ও ৩০ ডিসেম্বর। জেলাস্তরে চূড়ান্ত প্রতিযোগিতা হবে ২ জানুয়ারি। এদিকে, এবছরে প্রতিযোগিতায় পর্ষদের প্রকাশ করা বিজ্ঞপ্তিতে প্রতিযোগীদের বিভাগ অনুযায়ী বয়সের যে উল্লেখ আছে, তাতে দেখা যাচ্ছে ক বিভাগ কেবলমাত্র শিশু শ্রেণির পড়ুয়াদের জন্য। প্রথম আর দ্বিতীয় শ্রেণির পড়ুয়াদের জন্য খ বিভাগ। আর গ বিভাগ আছে তৃতীয় এবং চতুর্থ শ্রেণির জন্য। তাছাড়া ক বিভাগের নার্সারির শিশুদের জন্য ইভেন্ট রয়েছে লং জাম্প, সাটেল প্রতিযোগিতা। নার্সারির শিশুদের পক্ষে লং জাম্পে অংশ নেওয়া খুব কঠিন হবে বলেই মনে করছেন শিক্ষকরা। ২০১৭ সালের ১ জানুয়ারি থেকে ২০১৮ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে যাদের জন্ম, তারা খ বিভাগে অংশ নেবে। এক্ষেত্রে মূলত প্রথম ও দ্বিতীয় শ্রেণির পড়ুয়ারা পড়বে। আর ১ জানুয়ারি ২০১৫ সাল থেকে ৩১ ডিসেম্বর ২০১৬ সাল পর্যন্ত যাদের জন্ম, তারা গ বিভাগের অধীনে। তৃতীয় ও চতুর্থ শ্রেণির পড়ুয়ারা এই বিভাগে পড়বে। কিন্তু পর্ষদের প্রকাশিত বিজ্ঞপ্তিতে বয়সের এই গেরোর কারণে ৪১ তম রাজ্য ক্রীড়া প্রতিযোগিতার জেলা পর্যায়ে অংশগ্রহণে বঞ্চিত থাকতে হচ্ছে পঞ্চম শ্রেণির পড়ুয়াদের। তারা স্কুলে আসবে, কিন্তু প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না।
এই বিষয়টি নিয়ে মধ্যমগ্রাম শ্রীনগর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক গৌতম ঘোষ বলেন, পর্ষদের বিজ্ঞপ্তি অনুসারে পঞ্চম শ্রেণির পড়ুয়ারা অংশ নিতে পারছে না। ইতিমধ্যেই আমরা বিষয়টি জেলায় জানিয়েছি। এনিয়ে অভিভাবক সজল চক্রবর্তীর কথায়, এটা খুব খারাপ। বিষয়টি দপ্তরের ভাবা উচিত। এদিকে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান দেবব্রত সরকার অবশ্য এই বিষয়টি এড়িয়ে গিয়েছেন।