নভেম্বরে বারাকপুর কমিশনারেটজুড়ে ট্রাফিক আইন অমান্য করলেন ১৭ হাজার ৩৮৮ জন
বর্তমান | ১২ ডিসেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: অতিরিক্ত গতিতে বাইক বা গাড়ি চালানোর ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এই ধরনের বাইক ও গাড়ি চালকদের বিরুদ্ধে এবার কঠোর ব্যবস্থা নেওয়া শুরু করেছে বারাকপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগ। নভেম্বর মাসে বাইক ও চারচাকা গাড়ির চালক মিলিয়ে ১৭ হাজার ৩৮৮ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। বাইক চালকদের বিরুদ্ধে ২ হাজার ১২৭টি ট্রাফিক আইন ভঙ্গের কেস করা হয়েছে। এছাড়া বাইকে তিনজন থাকায় ৩৯৪ চালক ও হেলমেট না পরে গাড়ি চালানোর জন্য ২ হাজার ৫ জনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নো পার্কিং বলে চিহ্নিত এলাকায় গাড়ি রাখার অপরাধে ৩ হাজার ৫৯১ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ট্রাফিক সিগন্যাল ভাঙার জন্য ২ হাজার ৪২৯ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। সিট বেল্ট না লাগিয়ে গাড়ি চালানোর জন্য ৩২২ জন, লাইসেন্স না থাকায় ৮৩ জন, মদ খেয়ে গাড়ি চালানোর জন্য ১১০ জন এবং নম্বর প্লেটে ত্রুটি থাকার জন্য ২৬২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এছাড়া গাড়ি চালাতে চালাতে মোবাইলে কথা বলার জন্য ৯৫১ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্যদিকে, এই প্রথম বারাকপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগ ‘সিগন্যাল’ নামে একটি মাসিক বুলেটিন প্রকাশ করল। বৃহস্পতিবার সকালে পুলিশ কমিশনারেটের ক্রীড়া প্রতিযোগিতায় বুলেটিনের উদ্বোধন করেন আইজি ট্রাফিক গৌরব শর্মা, পুলিশ কমিশনার মুরলীধর শর্মা প্রমুখ। বারাকপুরের ডিসি ট্রাফিক অম্লানকুসুম ঘোষ বলেন, আমাদের কমিশনারেট এলাকায় কল্যাণী এক্সপ্রেসওয়ে, বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে, ঘোষপাড়া রোড, বিটি রোড, যশোর
রোডের মতো গুরুত্বপূর্ণ রাস্তা রয়েছে। দুর্ঘটনা যাতে নিয়ন্ত্রণে আসে, তার জন্য আমরা এই ব্যবস্থা নিয়েছি। বুলেটিন আমরা সবার কাছে পৌঁছে দেব। দুর্ঘটনা কমানোই আমাদের একমাত্র লক্ষ্য।-নিজস্ব চিত্র