• বাড়ি বাড়ি গ্যাসের সংযোগ: পুরসভার নির্দেশে পাইপ সরিয়ে দিল ঠিকাদার সংস্থা, দ্রুত কাজ শুরুর নির্দেশ
    বর্তমান | ১২ ডিসেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: বাড়ি বাড়ি গ্যাস সংযোগ দেওয়ার কাজ চলছে বারাকপুরে। বেঙ্গল গ্যাস কোম্পানি লিমিটেড সেই কাজ করছে। কিন্তু কাজের জন্য দীর্ঘদিন রাস্তায় পাইপ ফেলে রাখা হয়েছিল। বাড়ির সামনে রাস্তায় পাইপ ফেলে রাখায় সমস্যায় পড়ে সাধারণ মানুষ। তারা পুরসভার কাছে বিষয়টি নিয়ে দরবার করে।বাসিন্দাদের অভিযোগ শুনে ওই পাইপ সরানোর নির্দেশ দেন বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস। সেই মতো ঠিকাদার সংস্থা তড়িঘড়ি পাইপ সরিয়ে দেয়। এরপর ঠিকাদার সংস্থাকে আবার কাজ শুরুর নির্দেশ দিল বারাকপুর পুরসভা। পুরসভার চেয়ারম্যান উত্তম দাস বলেন, মানুষের কথাই আমাদের কাছে অগ্রাধিকার। তাদের সমস্যার কথা শুনে কাজ বন্ধ করে দিয়েছিলাম। এখন পাইপলাইন সরিয়ে দিয়েছে। তাই আমরাও কাজ শুরু করতে নির্দেশ দিয়েছি। যেখানে কাজ হবে, সেখানে পাইপ নিয়ে আসা হবে। এভাবেই চলবে। মানুষের কোনও সমস্যা করা যাবে না। আমরাও চাই বাড়ি বাড়ি গ্যাসের সংযোগ দেওয়া হোক। এতে মানুষের অনেক সুবিধা হবে। কিন্তু সেই কাজ করতে গিয়ে মানুষের সমস্যা করা যাবে না।
  • Link to this news (বর্তমান)