চালু পেট্রল পাম্প বিক্রির টোপে প্রায় দেড় কোটি টাকার প্রতারণা! তমলুকে ‘জিরো এফআইআর, হালতু থেকে ধৃত মালিক
বর্তমান | ১২ ডিসেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চালু পেট্রল পাম্প বিক্রির টোপ দিয়ে ১ কোটিরও বেশি টাকার প্রতারণা! ঘটনায় জড়িত থাকার অভিযোগে বৃহস্পতিবার রাতে পূর্ব মেদিনীপুরের এক পেট্রল পাম্প মালিককে গ্রেফতার করেছে কলকাতার গড়ফা থানার পুলিশ। ধৃতের নাম সনাতন সাহু। পুলিশের দাবি, কলকাতার হালতুর বাসিন্দা ধৃত সনাতন সাহু এই প্রতারণা চক্রের প্রধান অভিযুক্ত। তবে তাঁর দুই সঙ্গী রয়েছে। এই দুই সঙ্গীকেও খুঁজছে গরফা থানার পুলিশ।
ঘটনার সূত্রপাত অবশ্য ২০২৪ সালে সেপ্টেম্বর মাসের গোড়ার দিকে। পেশায় ব্যবসায়ী তমলুকের বাসিন্দা রাজুমোহন মণ্ডলের সঙ্গে সনাতনের আলাপ হয়েছিল জনৈক প্রসেনজিৎ সিনহার মাধ্যমে। আলাপের পরই সনাতন তাঁর চালু থাকা পেট্রল পাম্প বিক্রির টোপ দেন বলে লিখিত অভিযোগে প্রতারিত রাজুমোহন মণ্ডল পুলিশকে জানিয়েছেন।
এরপরই পেট্রল পাম্প বিক্রি ও লাইসেন্সের নাম বদলের জন্য উভয়পক্ষের মধ্যে লিখিত চুক্তি ভিক্তিতে মোট ১ কোটি ৩৮ লক্ষ টাকার লেনদেন হয়। প্রতারিত ব্যবসায়ী ১ কোটি টাকা নগদে এবং বাকি ৩৮ লক্ষ টাকা চেকের মাধ্যমে সনাতনকে মিটিয়েছিলেন। কিন্তু টাকা মেটানোর পরও পেট্রল পাম্প হাতে পাননি বলে অভিযোগ রাজু মণ্ডলের। বাধ্য হয়ে ওই ব্যবসায়ী স্থানীয় তমলুক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এর ভিত্তিতে ২০২৪ সালের ৫ অক্টোবর তমলুক থানার পুলিশ ‘জিরো এফআইআর’ দায়ের করে। পরে এই মামলার তদন্তভার কলকাতা পুলিশের গরফা থানার হাতে তুলে দেওয়া হয়। কলকাতা পুলিশের এক সূত্র জানাচ্ছে, প্রাথমিক তদন্তের ভিত্তিতে গরফা থানা অভিযুক্ত পাম্প মালিককে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ দিলে, মূল অভিযুক্ত প্রতারিত ব্যবসায়ীকে ৭০ লক্ষের একটি চেক দেন। কিন্তু সেই চেক বাউন্স করে।
এরপর চাপের মুখে আগাম জামিন চেয়ে আদলতের দ্বারস্থ হন পাম্প মালিক সনাতন সাহু। আদলত সেই আবেদন খারিজ করে দিলে উধাও হয়ে যান তিনি। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে সনাতনকে গ্রেফতার করে গড়ফা থানার টিম। ধৃতকে আজ, শুক্রবার দুপুরে আলিপুর আদালতে তোলার কথা রয়েছে।