• LIVE: খাদে যাত্রিবাহী বাস, অন্ধ্রপ্রদেশের চিন্টুরে মৃত্যু ৯ জনের
    এই সময় | ১২ ডিসেম্বর ২০২৫
  • পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI-এর প্রাক্তন প্রধান লেফটেন্যান্ট জেনারেল ফয়েজ হামিদকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিল সামরিক আদালত। ক্ষমতার অপব্যবহার-সহ একাধিক অভিযোগ আনা তাঁর বিরুদ্ধে।

    ৩৫ জন যাত্রী নিয়ে যাওয়ার সময়ে অন্ধ্রপ্রদেশের চিন্টুরে খাদে পড়ল বাস। শুক্রবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। আহত হয়েছেন একাধিক। জানা গিয়েছে,



    শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বৃহস্পতিবার রাতে ভেন্টিলেশনে সাপোর্ট দেওয়া হয়েছে। শারীরিক অসুস্থতার কারণে নভেম্বরের ২৩ তারিখ থেকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন খালেদা। চিকিৎসক শাহাবুদ্দিন তালুকদার জানিয়েছেন, প্রাক্তন প্রধানমন্ত্রীর শ্বাসকষ্ট বেড়েছে। রক্তে অক্সিজেনের পরিমাণও কমে গিয়েছে। সেই কারণেই তাঁকে জরুরি ভিত্তিতে ভেন্টিলেশন সাপোর্ট দেওয়া হয়েছে। 

    পূর্বাভাস অনুযায়ী ফের তাপমাত্রা নামল কলকাতায়। বৃহস্পতিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে দার্জিলিং জেলায় তাপমাত্রা ৪.৫ ডিগ্রি সেলসিয়াস, শ্রীনিকেতনে ৯.৫ ডিগ্রি সেলসিয়াস এবং আলিপুরদুয়ারে ৯.৩ ডিগ্রি সেলসিয়াস। জেলার সর্বত্রই জাঁকিয়ে শীতের আমেজ রয়েছে।

  • Link to this news (এই সময়)