• রাজ্য জুড়ে ‘মে আই হেল্প ইউ’ ক্যাম্প, ন্যাজাটে দুর্ঘটনার তদন্ত, আর কোন খবরে নজর?
    এই সময় | ১২ ডিসেম্বর ২০২৫
  • ১১ ডিসেম্বর এনিউমারেশন পর্বের কাজ শেষ হয়েছে। খসড়া ভোটার তালিকা প্রকাশের আগেই শুক্রবার থেকে সরকারের ‘মে আই হেল্প ইউ’ ক্যাম্প চালু হচ্ছে। ভোটারদের জন্য নথি তৈরি বা বিভিন্ন শংসাপত্র প্রদানে সহায়তা করার জন্যেই এই ক্যাম্পের আয়োজন করা হচ্ছে।

    আগামী ১৬ ডিসেম্বর প্রকাশিত হবে রাজ্যের খসড়া ভোটার তালিকা। তালিকা তৈরির প্রস্তুতি শুরু করবে নির্বাচন কমিশন। তালিকা প্রকাশের পরেই জনসাধারণের অভিযোগ খতিয়ে দেখা হবে। শুরু হবে শুনানি প্রক্রিয়া। নজর থাকবে SIR সংক্রান্ত খবরে।

    বাসন্তী হাইওয়েতে দুর্ঘটনায় খুনের মামলা দায়ের করে শুরু হয়েছে তদন্ত। শেখ শাহজাহানের বিরুদ্ধে মামলার অন্যতম সাক্ষী ভোলানাথ ঘোষের গাড়িতে ধাক্কা মারে একটি লরি। সেই লরিচালককে গ্রেপ্তারের জন্য কী ব্যবস্থা নিচ্ছে পুলিশ? নজর থাকবে।

    ইন্ডিগোর একের পর এক উড়ান বাতিল হওয়ার কারণে দুর্ভোগে পড়তে হয়েছে যাত্রীরদের। এই ঘটনায় ইন্ডিগোর সিইও পিটার এলবার্সকে তলব করে ভারতের উড়ান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ। বৃহস্পতিবার ডিজিসিএর দপ্তরে হাজিরা দিয়েছিলেন তিনি। তবে আলোচনা সম্পূর্ণ না হওয়ায় শুক্রবার ফের তাঁকে তলব করা হয়েছে।

    দিল্লির রোহিণী আদালতে সুরক্ষাকবচ চেয়ে আগাম জামিনের আবেদন করেছিলেন গোয়ারঅভিশপ্ত নাইটক্লাবের মালিক লুথরা ভাইয়েরা। সেই আবেদন খারিজ হয়েছে। দেশে ফিরিয়ে আনতে এ দিনই গোয়া পুলিশের একটি দল ব্যাঙ্ককের উদ্দেশে রওনা দিয়েছে। এই ঘটনার তদন্তে নজর থাকবে।

  • Link to this news (এই সময়)