• প্রয়াত প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী ও লোকসভার অধ্যক্ষ শিবরাজ পাটিল, কংগ্রেস নেতার প্রয়াণে শোক মহারাষ্ট্রে
    এই সময় | ১২ ডিসেম্বর ২০২৫
  • প্রয়াত দেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী, লোকসভার অধ্যক্ষ ও কংগ্রেসের প্রবীণ নেতা শিবরাজ পাটিল। ১২ ডিসেম্বর মহারাষ্ট্রের লাতুরে নিজের বাড়িতে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। অনেক দিন ধরে নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন এই নেতা। শিবরাজ পাটিল লাতুর লোকসভা কেন্দ্র থেকে সাতবার লোকসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন।

    ১৯৮০ সালে জাতীয় রাজনীতিতে আত্মপ্রকাশ করেছেন শিবরাজ পাটিল। লাতুর লোকসভা কেন্দ্র থেকে তিনি জয়ী হয়ে সংসদের সদস্য হন। ইন্দিরা গান্ধীর সরকারে তিনি প্রতিরক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী ছিলেন (১৯৮০ থেকে ১৯৮২ পর্যন্ত)। ১৯৮০, ১৯৮৪, ১৯৮৯, ১৯৯১, ১৯৯৮ এবং ১৯৯৯ সালে তিনি লোকসভা নির্বাচনে জয়ী হন। তিনি মুম্বই হামলার পরে ২০০৮ সালের ৩০ নভেম্বর নিরাপত্তার গাফিলতির ঘটনায় নৈতিক দায়িত্ব পদত্যাগ করেছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার আগে একাধিক গুরুত্বপূর্ণ একাধিক দায়িত্ব সামলেছেন পাটিল। ১৯৮৩ থেকে ১৯৮৬ পর্যন্ত তিনি দেশের কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ ইন্ডিয়ার প্রেসিডেন্ট পদের দায়িত্ব সামলেছেন। এ ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি কমিটির সদস্য ছিলেন তিনি।

    ২৬/১১-র মুম্বই হামলার পরে শিবরাজকে পাঞ্জাব এবং হরিয়ানার প্রশাসক হিসেবে নিয়োগ করা হয়েছিল। তাঁর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও নেত্রীরা।

  • Link to this news (এই সময়)