এই সময়, রাজারহাট: বেসরকারি স্বাস্থ্য পরিষেবায় নতুন পালক জুড়ল রাজারহাট নিউ টাউনের নেওটিয়া ভাগীরথী উওম্যান ও চাইল্ড কেয়ার সেন্টার। ছোটদের চিকিৎসায় এই হাসপাতালের বেড সংখ্যা বাড়িয়ে ২২০টি করা হলো। পাশাপাশি ছোটদের জন্য জটিল চিকিৎসা, যেমন— পেডিয়াট্রিক কার্ডিওলজি, পেডিয়াট্রিক নিউরোলোজি, পেডিয়াট্রিক নেফ্রোলজি, পেডিয়াট্রিক সার্জারি, পেডিয়াট্রিক ইউরোলোজি সব বিভাগেই শহরের সেরা চিকিৎসকদের নিয়ে নতুন ইউনিট গড়েছে এই হাসপাতাল। কর্তৃপক্ষের দাবি, একই ছাদের তলায় পেডিয়াট্রিক ক্যাথ ল্যাব, পেডিয়াট্রিক ডায়ালিসিস ইউনিট–সহ সমস্ত পরিষেবা পাওয়া যাবে। আবার ১৬০ স্লাইস সিটি স্ক্যানার, ১.৫ টেসলা এমআরআই–এর মতো পরিষেবাও মিলছে এখানে। নবজাতকদের জন্য এখানে এনআইসিইউ, পিআইসিইউ, শিশুবান্ধব পরিবেশ সবই আছে।
বৃহস্পতিবার নতুন এই ইউনিটের উদ্বোধন করেন অম্বুজা নেওটিয়া গ্রুপের চেয়ারম্যান হর্ষ নেওটিয়া, এমডি পার্থিব নেওটিয়া প্রমুখ। হর্ষ বলেন, ‘এখানে যে উন্নত মানের আধুনিক চিকিৎসা হবে, তাতে কোনও শিশুকে আর বাইরে যেতে হবে না চিকিৎসার জন্য। বিশিষ্ট চিকিৎসক, প্রশিক্ষণপ্রাপ্ত নার্সরা এখানে শিশুদের যত্ন নেন। শিশুদের একটু বেশি করে কেয়ার দরকার, সেটা এখানে পাওয়া যায়। আগামী দিনে আরও বেশি করে প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক ও নার্স এখানে আসবেন।’ তাঁর সংযোজন, ‘কাউকে হাসপাতালে যেন না আসতে হয় এটাই প্রার্থনা। কিন্তু এখানে যদি কেউ চিকিৎসার জন্য আসেন, তিনি যেন দ্রুত রিলিফ পান সেটাই দেখা আমাদের কর্তব্য।’
এ দিন বিভিন্ন বিভাগের বিশিষ্ট চিকিৎসকদের সঙ্গে পরিচয় করিয়ে দেন হাসপাতাল কর্তৃপক্ষ। অরিত্র মুখোপাধ্যায়, নীলাঞ্জন দত্ত, সঞ্জীবন ঘোষদের নিয়ে পেডিয়াট্রিক কার্ডিওলজি বিভাগ গড়ে তোলা হয়েছে। অরিত্র বলেন, ‘যত কঠিন এবং জটিল অসুখ হোক না কেন, চিকিৎসার জন্য কোনও শিশুকে বাংলা ছেড়ে অন্যত্র যেতে হবে না। সমস্ত জটিল শিশুরোগের জন্য এই হাসপাতাল আদর্শ।’ ২০০২ থেকে কলকাতা এবং ২০১৮ থেকে নিউ টাউনে দু’টি হাসপাতালের মাধ্যমে হাজার হাজার শিশুকে স্বাস্থ্য পরিষেবা দিচ্ছে নেওটিয়া ভাগীরথী উওম্যান ও চাইল্ড কেয়ার সেন্টার। সম্প্রতি অসমের গুয়াহাটিতে নতুন একটি হাসপাতাল খুলেছে এই সংস্থা।